পশ্চিমবঙ্গ : ভুয়ো খবর নিয়ে ভারতের রাজনীতি সর্বদা সরগরম হয়ে থাকে । ভারতের রাজনীতিতে এই ঘটনা কোন নতুন ঘটনা নয়। আর এবার সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর মামলায় বাম পরিষদীয় নেতা ড. সুজন চক্রবর্তীকে একটি টুইটকে হাতিয়ার করেই বাম নেতাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন প্রাক্তন সাংসদ তথা তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
সম্প্রতি অতিবৃষ্টিতে বেহাল এক রাস্তার একটি ছবি টুইট করেন সুজন চক্রবর্তী। ছবিতে রাস্তা জুড়ে তৈরি হওয়া একটি গর্ত দেখা গিয়েছে, যেখানে ভরে আছে বর্ষার জমা কাদা জল। আর ওই গর্তটি দেখতে অনেকটা ভারতের মানচিত্রের মতো। আর এই ছবি ঘিরেই যত বিতর্ক । এদিন মিডিয়ায় এই ছবি পোস্ট করে সুজন চক্রবর্তীর অভিযোগ করেন, “সব ক্ষেত্রেই বাংলার অবস্থা করুণ। জরাজীর্ণ রাস্তার অবস্থা”। এমনকি বাম নেতারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটার অ্যাকাউন্টকে ট্যাগ করে প্রশ্ন করেন, “ভারতের মানচিত্রের আদলে রাস্তার গর্তই তার সাক্ষী! তাই নয় কি?”
.@Sujan_Speak we all know how @CPIM_WESTBENGAL workers joined @BJP4Bengal before Lok Sabha election. But you joining @BJP4Bengal leaders in spreading unverified news and misinformation was not expected at all. Extremely disappointed, sir! https://t.co/WG3izTfVHp
— Ritabrata Banerjee (@RitabrataBanerj) September 4, 2020
টুইট করে প্রাক্তন সাংসদ তথা তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “লোকসভা নির্বাচনের আগে বাংলার সিপিআই(এম) কর্মীরা যে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিল, তা অজানা নয়। তবে আপনিও বিজেপি নেতাদের মতো অসত্য খবর এবং ভুয়ো তথ্য ছড়াবেন, এটা আশা করিনি। এটা অত্যন্ত হতাশজনক”।