Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পরনে শুধু বিকিনি, পুলের নীল জলে অভিনেত্রী ঋতুপর্ণার স্নানের ছবি ভাইরাল

Updated :  Thursday, December 17, 2020 10:05 PM

টলিটাউনের বিখ্যাত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত মানেই অনন্ত যৌবনের প্রতীক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঋতুপর্ণার ফ্যান পেজে তাঁর একটি ছবি শেয়ার করা হয়েছে যেখানে তাঁকে পার্পল রঙের বিকিনি পরে সুইমিং পুল থেকে উঠে আসতে দেখা যাচ্ছে। ছবিটি যথেষ্ট ভাইরাল হলেও নেটিজেনদের একাংশের কাছে ঋতুপর্ণার বয়স মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। তাঁদের মনে হচ্ছে, ঋতুপর্ণার এবার অবসর নেওয়া উচিত। এমনভাবে তাঁরা মন্তব্য করছেন যেন মনে হচ্ছে তাঁরা হিমালয়বাসী সন্ন্যাসী। যথারীতি ঋতুপর্ণা এইসব সন্ন্যাসী নেটিজেনদের পাত্তা দেননি। কিছুদিন আগেও ইন্সটাগ্রামে ঋতুপর্ণা আরও একটি ছবি শেয়ার করেছেন। ঋতুপর্ণার ছবি ও ভাইরাল ছবি এটি তো সমার্থক। এই ছবিতে দেখা যাচ্ছে ঋতুপর্ণা সুইমিং পুলের নীল জলে শীতের রোদের আমেজকে উপভোগ করছেন। ঋতুপর্ণা এমনিতেই নায়িকা হিসাবে নেটিজেনদের প্রথম পছন্দ। তাই কয়েক জন সন্ন্যাসী মার্কা নেটিজেনদের বাদ দিলে নীল জলে এভারগ্রিন ঋতুপর্ণাকে দেখে তাঁর অনুরাগীদের যথেষ্ট ভালো লেগেছে।

1989 সালে দূরদর্শনে বাংলা ধারাবাহিক ‘শ্বেত কপোত’-এর মাধ্যমে অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ করেন ঋতুপর্ণা। এই সিরিয়ালের পর ঋতুপর্ণা ফিল্মে অভিনয়ের জন্য চেষ্টা করতে থাকেন। তাঁকে সেই সুযোগ করে দেন পরিচালক প্রভাত রায়। 1992 সালে প্রভাত রায়ের পরিচালনায় ‘শ্বেত পাথরের থালা’ ফিল্মে একটি ছোট অথচ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে নজর কাড়েন ঋতুপর্ণা।

একসময় চিরঞ্জিত, প্রসেনজিৎ, তাপস পাল-এর মত নায়কদের সঙ্গে নায়িকা হিসাবে অভিনয় করেছেন ঋতুপর্ণা। তবে এই সবকটি ফিল্ম ছিল স্টিরিওটাইপ এবং নায়কপ্রধান। ঋতুপর্ণাকে নায়িকা থেকে অভিনেত্রীতে রূপান্তরিত করেন পরিচালক ঋতুপর্ণ ঘোষ। তিনি 1997 সালে ‘দহন’ ফিল্মে কাস্ট করেন ঋতুপর্ণাকে। আপামর বাঙালি এই ফিল্মের মাধ্যমে আবিষ্কার করেন শক্তিশালী অভিনেত্রী ঋতুপর্ণাকে। এই ফিল্মে নববিবাহিতা, ধর্ষিতা মেয়ে রোমিতার চরিত্রে অভিনয় করে ঋতুপর্ণার ঝুলিতে আসে জাতীয় অভিনেত্রীর পুরস্কার। এরপর অপর্ণা সেন পরিচালিত ‘পারমিতার একদিন’ ও বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত ‘মন্দ মেয়ের উপাখ্যান’-এর মাধ্যমে ঋতুপর্ণা নিজের স্টিরিওটাইপ লুক ভেঙে বেরিয়ে আসেন। এছাড়াও বাংলাদেশের কিছু ফিল্ম ও বলিউডের কয়েকটি হিন্দি ফিল্মে অভিনয় করেছেন ঋতুপর্ণা। কয়েক বছর আগে ঋতুপর্ণা ‘প্রিজম এন্টারটেনমেন্ট’ নামে একটি প্রযোজনা সংস্থা তৈরি করেছেন।