মুসৌরি: ঋতুপর্ণা সেনগুপ্তের (Rituparna Sengupta) নতুন বাংলা ছবির শ্যুটিং চলছে উত্তরাখণ্ডের (Uttarakhand) দেরাদুনে (Derhadun)-মুসৌরি (Musouri)অঞ্চলে। তারই মধ্যে হিমবাহ ভেঙে তুষার ধসে বিধ্বস্ত উত্তরাখণ্ডের বিস্তীর্ণ অঞ্চল। রবিবারের (Sunday) তীব্র জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছে বহু গ্রাম। প্রাকৃতিক দুর্যোগের কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে বিভিন্ন এলাকায়। এই পরিস্থিতি দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন ঋতুপর্ণা। আর তাই চিন্তিত হয়ে নিজের মাকে রাতারাতি কলকাতায় (Kolkata) পাঠিয়ে দিলেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা আপাতত মুসৌরিতে আছি। কিছু দিন আগেই ঘটনাস্থল চামোলির আরও কাছাকাছি ছিলাম। ভেবেই যে কী ভীষণ ভয় লাগছে! ভাগ্যের জোরে বেঁচে গিয়েছি আমরা তবে যদি আটকে পড়ি তাই মাকে তড়িঘড়ি কলকাতায় ফিরিয়ে দিয়েছি।’
প্রসঙ্গত, ‘অন্তর্দৃষ্টি’ নামে এই ছবির শ্যুটিংয়ের পরিকল্পনা ছিল সুইৎজারল্যান্ডে। অতিমারির কারণে সেই ভাবনা ভেস্তে যায়। পরে উত্তরাখণ্ডে শুরু হয় ছবির শ্যুটিং। এই ছবিতে ঋতুপর্ণার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে ‘এখানে আকাশ নীল’ সিরিয়াল খ্যাত অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়কে।