টলিউডবিনোদন

নীল জলে মেয়ের সাথে স্নানের দৃশ্যে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, মুহূর্তে ভাইরাল ছবি

Advertisement

টলিটাউনের বিখ্যাত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna sengupta) মানেই অনন্ত যৌবনের প্রতীক। কিন্তু সুপারস্টার হওয়ার পাশাপাশি ঋতুপর্ণা একজন মা এবং একজন স্ত্রী। পরিবারের সঙ্গে সময় কাটাতেই সবচেয়ে বেশি পছন্দ করেন ঋতুপর্ণা। সম্প্রতি সুইমিং পুলের ধারে স্বামী ও কন্যার সঙ্গে নিজের একটি ছবি ঋতুপর্ণা শেয়ার করলেন ইন্সটাগ্রামে। ছবিটি শেয়ার করে ক্যাপশন দিয়ে তিনি লিখেছেন, পরিবারের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্ত তিনি মিস করছেন। ঋতুপর্ণার অনুরাগীদের পছন্দ হয়েছে ঋতুপর্ণার এই ছবিটি। গত বছর  ঋতুপর্ণা ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার করেছিলেন। ছবিতে দেখা যাচ্ছিল, ঋতুপর্ণা সুইমিং পুলের নীল জলে শীতের রোদের আমেজকে উপভোগ করছেন। ঋতুপর্ণা এমনিতেই নায়িকা হিসাবে নেটিজেনদের প্রথম পছন্দ। নীল জলে এভারগ্রিন ঋতুপর্ণার অবাধ বিচরণ  দেখে নেটিজেনদের যথেষ্ট ভালো লেগেছে।

1989 সালে দূরদর্শনে বাংলা ধারাবাহিক ‘শ্বেত কপোত’-এর মাধ্যমে অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ করেন ঋতুপর্ণা।  এই সিরিয়ালের পর ঋতুপর্ণা ফিল্মে অভিনয়ের জন্য চেষ্টা করতে থাকেন।  তাঁকে সেই সুযোগ করে দেন পরিচালক প্রভাত রায়(prabhat Roy)।  1992 সালে প্রভাত রায়ের পরিচালনায় ‘শ্বেত পাথরের থালা’ ফিল্মে একটি ছোট অথচ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে নজর কাড়েন ঋতুপর্ণা।

একসময় চিরঞ্জিত(chiranjeet), প্রসেনজিৎ(Prasenjit), তাপস পাল(Tapas pal)-এর মত নায়কদের সঙ্গে নায়িকা হিসাবে অভিনয় করেছেন ঋতুপর্ণা।  তবে এই সবকটি ফিল্ম ছিল স্টিরিওটাইপ এবং নায়কপ্রধান।  ঋতুপর্ণাকে নায়িকা থেকে অভিনেত্রীতে রূপান্তরিত করেন পরিচালক ঋতুপর্ণ ঘোষ(Rituporno Ghosh)।  তিনি 1997 সালে ‘দহন’ ফিল্মে কাস্ট করেন ঋতুপর্ণাকে। আপামর বাঙালি এই ফিল্মের মাধ্যমে আবিষ্কার করেন শক্তিশালী অভিনেত্রী ঋতুপর্ণাকে।  এই ফিল্মে নববিবাহিতা, ধর্ষিতা মেয়ে রোমিতার চরিত্রে অভিনয় করে ঋতুপর্ণার ঝুলিতে আসে জাতীয় অভিনেত্রীর পুরস্কার। এরপর অপর্ণা সেন (Aparna sen) পরিচালিত ‘পারমিতার একদিন’ ও বুদ্ধদেব দাশগুপ্ত (Budhdhadeb Dasgupta) পরিচালিত ‘মন্দ মেয়ের উপাখ্যান’-এর মাধ্যমে ঋতুপর্ণা নিজের স্টিরিওটাইপ লুক ভেঙে বেরিয়ে আসেন। এছাড়াও বাংলাদেশের কিছু ফিল্ম ও বলিউডের কয়েকটি হিন্দি ফিল্মে অভিনয় করেছেন ঋতুপর্ণা। কয়েক বছর আগে ঋতুপর্ণা ‘প্রিজম এন্টারটেনমেন্ট’ নামে একটি প্রযোজনা সংস্থা তৈরি করেছেন।

Related Articles

Back to top button