সম্প্রতি ভারতীয় জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার কোম্পানি River Indi তাদের ইলেকট্রিক স্কুটারের ২০২৫ সংস্করণের মূল্য বেশ কিছুটা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে এই ইলেকট্রিক স্কুটার লঞ্চ করা হয়েছিল ১.২৫ লক্ষ টাকায়। তবে বর্তমানে ১.৪৩ লক্ষ্য টাকাতে আপনারা এখন এই স্কুটার পেয়ে যাবেন। এই পরিবর্তনের পাশাপাশি এই ইলেকট্রিক্স স্কুটারে নতুন কিছু বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে কোম্পানির তরফ থেকে। এর ফলে এই ইলেকট্রিক স্কুটারটি আরো ব্যবহারবান্ধব এবং প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে।
২০২৫ মডেলের উন্নত বৈশিষ্ট্য
এই ইলেকট্রিক স্কুটারে এখন বেল্ট ড্রাইভের পরিবর্তে চেন ড্রাইভ ব্যবহার করা হচ্ছে। এছাড়াও দীর্ঘস্থায়ী এবং রক্ষণাবেক্ষণ এর খরচ অনেকটা কম এই ইলেকট্রিক স্কুটারের। সহজ ড্রাইভিং অভিজ্ঞতার জন্য সিঙ্গেল স্পিড গিয়ার বক্স যুক্ত করা হয়েছে। রাইডারদের চাহিদার ভিত্তিতে নতুন রিভার্স বাটন যুক্ত করা হয়েছে এই ইলেকট্রিক স্কুটারে। এর ফলে গাড়ি ঘোরাতে আপনার সুবিধা হবে। এছাড়াও গ্রাহকদের জন্য গ্রে এবং হোয়াইট রঙের দুটি আলাদা অপশন যুক্ত করা হয়েছে।
এই ইলেকট্রিক স্কুটারে ভারি বডি, টুইন বিম এলইডি হেড লাইট, মোটা টায়ার এবং আরও অনেক শক্তিশালী বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। এই ইলেকট্রিক স্কুটারে আপনারা ৪৩ লিটারের আন্ডার সিট স্টোরেজ পেয়ে যাবেন। এছাড়াও রয়েছে ১২ লিটারের গ্লাভ বক্স, মোট ৫৫ লিটার স্টোরেজ আপনারা পেয়ে যাবেন এই ইলেকট্রিক স্কুটারে। এই ইলেকট্রিক স্কুটারে দেওয়া হয়েছে ৬.৭ কিলোওয়াট ঘন্টার একটি মোটর, যা সর্বাধিক ২৬ নিউটন মিটার টর্ক তৈরি করবে। এছাড়াও ৪ কিলোওয়াট ঘন্টার একটি ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে, যা আপনাকে ১১০ থেকে ১৬১ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ সরবরাহ করবে। এই নতুন ইলেকট্রিক স্কুটার চার্জ হতে ৫ ঘন্টা সময় লাগে।
এই মুহূর্তে ওলা, এথার এবং টিভিএস এর মত বেশ কিছু কোম্পানির সঙ্গে এই রিভার ইন্ডি কোম্পানির ইলেকট্রিক স্কুটার প্রতিযোগিতা করছে। মূল্যবৃদ্ধি সত্ত্বেও এই শক্তিশালী ডিজাইন এবং ব্যবহারিক বৈশিষ্ট্য একে একটা শক্তিশালী ইলেকট্রিক স্কুটারে পরিণত করেছে। নিঃসন্দেহে বলা যায়, মূল্যবৃদ্ধি হলেও এখনো পর্যন্ত কিন্তু ভারতের বাজারে এই ইলেকট্রিক স্কুটার অন্যতম একটি ইলেকট্রিক স্কুটার হওয়ার দাবি রাখে। বাজারে আকর্ষণীয় ইলেকট্রিক স্কুটারের মার্কেটে এটা হতে চলেছে একটা অন্যতম ইলেকট্রিক স্কুটার। তাই যদি বর্তমানে আপনি একটি ইলেকট্রিক স্কুটারের বিকল্প খুঁজে থাকেন, তাহলে এটা আপনার জন্য একটা ভালো বিকল্প হতে পারে।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside