দেশনিউজ

কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে এনডিএ ছাড়ল আরএলপি

Advertisement

নয়াদিল্লি: কেন্দ্রের প্রকাশ করার নতুন কৃষি আইনের বিরোধিতা করে গত একমাস ধরে চলছে কৃষক আন্দোলন। একে একে কৃষকদের এই প্রতিবাদকে সমর্থন করতে দেখা গিয়েছে অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব সহ একাধিক ক্রীড়াবিদদেরও। এমনকি বিরোধী শিবির এই ইস্যুকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারকে কোণঠাসা করতে ছাড়েনি। তবে এবার কোনও বিরোধী দল নয়, এনডিএ শরিক দল বিরোধিতা করল কেন্দ্রের কৃষি আইনের। শুধু তাই নয়, বিরোধিতা করে এনডিএ ছাড়ল রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি বা আরএলপি। গতকাল, শনিবার এ কথা জানিয়েছেন আরএলপি প্রধান হনুমান বেনিয়াল।

গত বেশ কয়েকদিন ধরেই কেন্দ্রের প্রকাশ করা তিনটি কৃষি আইনের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল আরএলপি প্রধানকে। এমনকি কেন্দ্রের তিনটি সংসদীয় কমিটি থেকেও পদত্যাগ করেছে আরএলপি। আর এবার একেবারে জোট থেকেই সরে দাঁড়াল এই শরিক দল। এনডিএ ছাড়ার কথা ঘোষণা করে হনুমান বেনিয়াল বলেন, ‘সংসদে যখন কৃষি বিল আনা হয়েছিল, তখন আমি ছিলাম না। থাকলে ওই বিল ছিড়ে ফেলতাম। এতদিন ধরে কৃষকরা আন্দোলন করার পরেও তিনটি কৃষি আইন প্রত্যাহার করছেন না মোদিজি। কারণ, তাঁর হাতে ৩০৩ জন সাংসদ রয়েছে। কিন্তু কৃষকরাও আন্দোলন ছাড়তে রাজি নয়। তারাও ১২ হাজার কিলোমিটার এসে দিল্লিতে ধরনায় বসেছে। যারা কৃষকদের বিরোধী, তাদের সঙ্গে আমি নেই। আমি এনডিএ ছাড়ছি।’ এভাবেই জোট ছাড়ার কথা ঘোষণা করেন তিনি।

প্রসঙ্গত, গত বেশ কয়েকদিন ধরে কৃষক আন্দোলনকে সমর্থন করতে দেখা গিয়েছে আরএলপি প্রধানকে। এমনকি তিনি কৃষক আন্দোলনে দু লাখ লোক নিয়ে আসবেন বলেও জানান। যদিও সেটা এখনও বাস্তবায়িত হয়নি, তবুও ইতিমধ্যেই যোধপুর, জয়পুর সহ একাধিক জায়গায় কৃষক আন্দোলনে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে হনুমান বেনিয়ালকে। এমন পরিস্থিতিতে শরিক দলের জোট ছেড়ে বেরিয়ে যাওয়ার ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related Articles

Back to top button