নিউজপলিটিক্স

দলীয় পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগে পথ অবরোধ, এলাকা ঘিরে উত্তেজনা

Advertisement

কালিয়াগঞ্জ : দলীয় পতাকা খুলে পুড়িয়ে দেওয়ার অভিযোগ দূস্কৃতীদের গ্রেপ্তারের দাবী জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী সমর্থকেরা। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার রুপাহারের মহাদেবপুর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। এই অবরোধের জেড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পরে। ঘটনাস্থলে রায়গঞ্জ থানার পুলিশ।

কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বরুয়া গ্রাম পঞ্চায়েতের মহাদেবপুর ও সারেন গ্রামের গতকাল রাতে বিজেপির দলীয় পতাকা ছিড়ে দেওয়ার অভিযোগ উঠলো তৃনমুল আশ্রিত দূস্কৃতীদের বিরুদ্ধে। তৃনমুলের আশ্রিত দূস্কৃতীদের গ্রেপ্তারের দাবীতে রায়গঞ্জ থানার রুপাহারের মহাদেবপুর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে প্রায় এক ঘন্টা ধরে বিজেপি কর্মী সমর্থকেরা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। এই অবরোধের ফলে মহাদেবপুর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে বহু দূরপাল্লা লড়ি ও বাস আটকে পরে।

পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন বিজেপি কর্মী সমর্থকেরা। এই অবরোধের উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি নির্মল দাম, বিজেপির জেলা সম্পাদক বিশ্বজিৎ লাহেড়ী। বিজেপির জেলা সভাপতি নির্মল দাম জানিয়েছেন, যতক্ষন না দোষীরা গ্রেপ্তার হবে ততক্ষন আমাদের এই অবরোধ চলবে বলে জানান তিনি।

Related Articles

Back to top button