Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রিলিজ হল সাহসী দৃশ্যে ভরপুর এই ওয়েব সিরিজ, ভুলেও পরিবারের সামনে চালাবেন না – BOLD WEB SERIES

Updated :  Wednesday, September 13, 2023 7:32 PM

বর্তমানে কর্মব্যস্ত দর্শকদের বেশিরভাগই নিজেদের সময় ও পছন্দমত ওয়েব সিরিজ কিংবা সিনেমা দেখতে পছন্দ করেন। আর এক্ষেত্রে বর্তমানের একাধিক ওয়েব প্ল্যাটফর্মগুলি সহায়তা করে থাকে। ভিন্ন ভিন্ন ওয়েব প্ল্যাটফর্মগুলি অগণিত ওয়েব সিরিজ নিয়ে প্রতিমুহূর্তে হাজির থাকে দর্শকদের মনোরঞ্জনের উদ্দেশ্যে। আর এটি যে ব্যর্থ প্রয়াস নয়, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। আজকের সময়ে দাঁড়িয়ে অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স, এমএক্স প্লেয়ার, কোকু, উল্লু, প্রাইম শর্ট, আড্ডা টাইমস, সিনে প্রাইম অ্যাপ ইত্যাদি জনপ্রিয় ওয়েব প্ল্যাটফর্মগুলির মধ্যে অন্যতম।

তবে এই মুহূর্তে একটি নতুন ওয়েব সিরিজের অফিসিয়াল ট্রেলার ভাইরাল হতে দেখা গিয়েছ যেটি ১ বছর আগে ‘উল্লু’ থেকে শেয়ার করে নেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। বর্তমানে সেই ঝলক প্রায় ৭ লাখের কাছাকাছি মানুষের নজরে এসে গিয়েছে। এই সিরিজ যে আজকের সময়ে দাঁড়িয়ে অন্যতম বোল্ড একটি ওয়েব সিরিজ, তা আর আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই।

এই ওয়েব সিরিজ উল্লুর পর্দায় মুক্তি পেয়েছিল প্রায় ১ বছর আগে। তারও আগে মুক্তি পেয়েছিল এর ট্রেলার। খুব সম্প্রতি উল্লুর ইউটিউব চ্যানেলের সূত্র ধরেই সেই সিরিজের ট্রেলার ভাইরাল হয়েছে আবারো। আর সেই সূত্রেই অন্যতম বোল্ড সিরিজ ‘রোবর্ট’ চর্চার আলো কেড়েছে। এর গল্প অনুযায়ী, এক কোম্পানির মালিকের কাছে ভুলবশত একটি পার্সেল এসে যায়। সেই পার্সল খুলে কম্পানির মালিক ও তার সেক্রেটরির চক্ষু চরক গাছ হয়।

এরপর সেটি গোপনে বাড়ি নিয়ে যান তিনি। লুকিয়ে রাখেন। এই জিনিস বাইরে সাধারণের মাঝে বিক্রি করার ফন্দি আঁটতে থাকেন, তবে এর মধ্যেই তার বাড়িতে এসে হাজির হয় তার স্ত্রী। ততক্ষণে সেই পার্সেলে থাকা সেক্স টয় নিয়ে তিনি ঘরে কুকর্ম শুরু করে দিয়েছিলেন। এই গোপন পার্সেলের কথা কি জেনে যাবেন তার স্ত্রী? গল্পের শেষ জানতে নজর রাখতে হবে উল্লুর পর্দায়।