Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ফের হামলা মার্কিনে, সেনাঘাঁটি উড়িয়ে দিল ইরান

ইরাকের মার্কিন সেনাঘাঁটিতে ফের হামলা চালালো ইরান। রবিবার এই হামলার ঘটনা ঘটে। ইরাকের বাগদাদে থাকা একটি মার্কিন এয়ারবেসের উপর পরপর চারটি রকেট হামলা চালায় ইরান। এতে চারজন সেনা আহত হয়েছে…

Avatar

ইরাকের মার্কিন সেনাঘাঁটিতে ফের হামলা চালালো ইরান। রবিবার এই হামলার ঘটনা ঘটে। ইরাকের বাগদাদে থাকা একটি মার্কিন এয়ারবেসের উপর পরপর চারটি রকেট হামলা চালায় ইরান। এতে চারজন সেনা আহত হয়েছে বলে জানা গিয়েছে। ওই এয়ারবেসের নাম হলো আল বালাদ, এই আল-বালাদ হ’ল ইরাকের F-16 বিমানের প্রধান বিমানবন্দর যা তারা বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে আমেরিকা থেকে কিনেছিল।

সেনা সূত্র এএফপিকে জানিয়েছে, বর্তমানে এই ঘাঁটিটি মার্কিন বিমানবাহিনীর একটি ছোট দল এবং আমেরিকান ঠিকাদারা নিয়ন্ত্রণ করছিল, তবে মার্কিন ও ইরানের মধ্যে গত দুই সপ্তাহ ধরে উত্তেজনার কারণে বেশিরভাগ সেনাদেরই এখন থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। মাটকিন সেনার একটি সূত্র থেকে জানা যাচ্ছে, ‘প্রায় ৯০ শতাংশ মার্কিন উপদেষ্টা, সেলিপোর্ট এবং লকহিড মার্টিন কর্মীরা যারা বিমান রক্ষণাবেক্ষণে বিশেষী, তারা ইরানের হামলার হুমকির পরেই তাজি এবং এরবিলের কাছে ফিরে এসেছেন।’ সূত্রটি আরও জানিয়েছে, ‘আল-বালাদে একটি বিমান ও ১৫ জন মার্কিন সেনা থাকতে পারে, এর বেশি নেই।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
আরও পড়ুন : তহবিল শূন্য বিজেপির, RBI থেকে টাকা ধার মোদি সরকারের

ইরানি কম্যান্ডার জেনারেল কাসেম সোলেমানি হত্যার পর ইরান মার্কিন সামরিক ঘাঁটিগুলিতে হামলা চালানো শুরু করেছে। কিন্তু এই হামলায় বেশিরভাগ ক্ষেত্রেই ইরাকি বাহিনীকে আহত করেছে, তবে একজন আমেরিকান ঠিকাদারও মারা গেছে হামলার ফলে। মার্কিন সেনা সূত্রে খবর, বর্তমান উত্তেজিত পরিস্থিতিতে ইরাক থেকে সেনা সরিয়ে সুরক্ষিত জায়গায় নিয়ে গেছে তারা, তবে কিছু সংখ্যক সেনা এখনো আছে যারা স্থানীয় সরকারকে সাহায্য করার জন্যে।

About Author