Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মুকুল রায়ের সঙ্গে কথা, তৃণমূলের পথে পা বাড়াতে পারেন শিখা-রোহন

Updated :  Wednesday, July 14, 2021 3:19 PM

লোকসভায় কংগ্রেসের তরফ থেকে বিরোধী দলনেতার তকমা খোওয়াতে পারেন অধীর রঞ্জন চৌধুরী। তার মধ্যেই আবার তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে কংগ্রেস ত্যাগ করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের ছেলে রোহন মিত্র। কড়া চিঠি দিয়ে অধীর চৌধুরী কে পদত্যাগ করার কথা জানিয়ে দিয়েছেন তিনি। তার মধ্যেই আবার নতুন জল্পনা, তার স্ত্রীকে ঘিরে। কিছুদিন আগেই তিনি বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে বিজেপি বিরোধীতার প্রধান মুখ হয়ে উঠেছেন। এই কারণে রাজনৈতিক মহল মনে করছে রোহন মিত্র এবং তার স্ত্রী শিখা মিত্র হয়তো এবারে তৃণমূলের দিকে পা বাড়াতে চলেছেন।

ঘনিষ্ঠ মহলের দাবি, ইতিমধ্যেই মুকুল রায়ের সঙ্গে কথা হয়ে গিয়েছে শিখা মিত্রের। তবে এই সাক্ষাৎকে স্ত্রী বিয়োগর পরে শুধুমাত্র সৌজন্য সাক্ষাতকার হিসেবে চিহ্নিত করতে চেয়েছেন শিখা মিত্র। যদিও এর আগেও বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের সময়ে শিখা মিত্রের নাম উঠে এসেছিলো। প্রথমে তার কথা ছিল চৌরঙ্গী বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার। কিন্তু, প্রার্থী তালিকা ঘোষণার পরে এই বিজেপির বিরুদ্ধে অভিযোগ এনে তিনি প্রার্থী হবার কথা অস্বীকার করেন।

ঘনিষ্ঠ মহলে খবর, তিনি তৃণমূল কংগ্রেসের প্রতি বেশ কিছুটা নরম। এই কারণে রাজনৈতিক মহলের ধারণা কংগ্রেস পরিত্যাগ করে এবার হয়তো তিনি তৃণমূল কংগ্রেসের দিকে যোগদান করতে চলেছেন। অন্যদিকে, কংগ্রেস ত্যাগ করার কথা জানিয়ে দিয়েছেন তার স্বামী রোহন মিত্র। অধীর চৌধুরীর বিরুদ্ধে সরাসরি কটাক্ষ্য করে তিনি জানিয়েছেন, বাংলার কংগ্রেস টা যেন সম্পূর্ণরূপে অধীর সেনা হয়ে গেছে।

তার বিরুদ্ধে অভিযোগ করে রোহন আরো বলেন, ” বাংলার সংস্কৃতির প্রতি বিজেপি রাজনীতি যায় না। মালদা মুর্শিদাবাদের কংগ্রেসের লোকেরা তৃণমূলকে ভোট দিয়েছেন।” শিখা এবং রোহনের এই সমস্ত মন্তব্য থেকেই তাদের তৃণমূলে যোগ দেবার জল্পনা স্পষ্ট হচ্ছে।