অনেক বিতরকের পরে যখন ভারতীয় ক্রিকেট তারকা রোহিত শর্মাকে টেস্ট টিমের জন্য সিলেক্ট করা হয়েছিল তখন আপামর ভারতীয় ক্রিকেটপ্রেমীরা হাফছেড়ে বেঁচে ছিলেন। কিন্তু, তাদের সেই আশা সম্ভবত এবারে অসম্পূর্ণই থেকে যাচ্ছে। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, টেস্ট টিমের জন্য এখনও অনিশ্চিত রোহিত শর্মা এবং ইশান্ত শর্মা। রোহিত এবং ইশান্ত টেস্ট টিমের জন্য পূর্ণ ফিট হয়ে ওঠার চেষ্টা করছিলেন বেশ কিছুদিন ধরে। তাদেরকে দেখা গিয়েছিল এনসিএ একাডেমিতে অনুশীলন করার জন্য। কিন্তু সূত্রের খবর তারা দুজনে এখনো ফিট হতে পারেননি।
বিসিসিআইয়ের তরফ এ জানানো হয়েছিল, দুই তারকা ক্রিকেটারের ফিটনেস এর উপর সম্পূর্ণ রুপে নজর রাখবে বোর্ড। তারপরে, সম্পূর্ণ ফিট হলে তাদের দুজনকে বর্ডার গাভাস্কার ট্রফির জন্য নির্বাচিত করা হবে। কিন্তু, এখনো পর্যন্ত তারা দুজনে ফিট হয়ে ওঠেননি। তাই বর্তমানে তাদের দুজনকে বাদ দিয়ে টেস্ট সিরিজের পরিকল্পনা শুরু করেছে টিম ইন্ডিয়া।
এনসিএ একাডেমী থেকে দুজনের ফিটনেস রিপোর্ট বোর্ডের কাছে পাঠানো হয়েছিল। সেই ফিটনেস রিপোর্টে উঠে এসেছে, তারা দুজনেই টেস্ট খেলার জন্য সম্পূর্ণ তৈরি নন। এই কারণে ভারতীয় নির্বাচকরা তাদের দুজনকে বাদ দিয়ে টিম তৈরি করার পরিকল্পনা করছে। আর কিছুদিনের মধ্যে হয়তো আনুষ্ঠানিকভাবে তাদের দুজনের ফিটনেস রিপোর্ট সামনে আনা হবে।
শুধুমাত্র, এই রিপোর্ট না, ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রীও কার্যত জানিয়ে দিয়েছেন যে তারা দুজন টেস্ট সিরিজ খেলতে পারবেন না। যদি তাদেরকে টেস্ট খেলতে হত, তাহলে আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে তাদেরকে অস্ট্রেলিয়াতে পৌঁছতে হত। কিন্তু সেই আশায় জল ঢেলে দিল এনসিএ এর রিপোর্ট।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট এর টিম সাজাতে বর্তমানে বেশ চাপের মুখে পড়তে হচ্ছে ভারতীয় সিলেক্টরদের। সন্তান জন্মের জন্য বিরাট কোহলি অস্ট্রেলিয়া থেকে প্রথম টেস্ট খেলার পরেই ফিরে আসছেন ভারতে। আবার, রোহিত শর্মা টেস্ট টিমে থাকতে পারছেন না। অন্যদিকে টেস্ট স্কোয়াডের জন্য ভারতের অন্যতম প্রধান পেস অস্ত্র ইশান্ত শর্মাও ছিটকে গিয়েছেন। ফলে, কার্যত স্পষ্ট, এইবারের বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজে বেশ অনেকটা অ্যাডভান্টেজ থাকবে টিম অস্ট্রেলিয়ার কাছে।