Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bhojpuri Video: অক্ষরা সিংকে তার শাড়ি পল্লু ধরে রোমান্টিক স্টাইলে দেখা গেছে, দেখুন ভোজপুরি ভিডিও

Updated :  Saturday, March 16, 2024 8:43 PM

বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে একাধিক অভিনেত্রী তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রাতের ঘুম কেড়ে নেয় নেটিজেনদের। তাঁদের কিলার এক্সপ্রেশনের ফ্যান লক্ষ লক্ষ মানুষ। এই তালিকার মধ্যেই রয়েছেন ভোজপুরি হট অভিনেত্রী অক্ষরা সিং।

ভোজপুরি অভিনেত্রী অক্ষরা সিং যে ব্যাপক সুন্দরী তা বলার অপেক্ষা রাখে না। তাঁকে দেখা যেন ভিজুয়াল ট্রিট। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যা দেখে আপনার রাতের ঘুম উড়ে যাবে। আসলে এই ভিডিওটি হল ভোজপুরি তারকা অক্ষরা সিংয়ের বেডরুম ভিডিও। হ্যাঁ ঠিকই শুনেছেন। এমনই একটি ভিডিও নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক চর্চা চলছে। অবশ্য আপনাদের জানিয়ে রাখি যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি একটি ভোজপুরি মিউজিক ভিডিও। এতে অক্ষরা সিং বিছানায় এক পুরুষের সাথে অন্তরঙ্গ রোমান্সে লিপ্ত হয়েছেন।

এই ভোজপুরি মিউজিক ভিডিওতে অক্ষরা সিংহের সাথে কাজ করেছেন সব অভিনেতা করণ খান্না। এই মিউজিক ভিডিওটি সর্বশেষ মুক্তিপ্রাপ্ত মিউজিক এ্যালবাম ‘ঝুলানিয়া‘ এর। এতে অভিনেত্রীকে সাদা সাটিন নাইট স্যুটে দেখা গিয়েছে যাতে তাকে খুব সুন্দর লাগছিল। ভিডিওর মাঝে সহ অভিনেতা করন খান্নাকে বিছানায় ঠেলে কামুক কায়দায় লাস্যময়ী রোম্যান্স করেন অক্ষরা। এই ভিডিওতে তারকা জুটির কেমিস্ট্রি ব্যাপক পছন্দ হয়েছে নেট নাগরিকদের। এই ভিডিওটি এখনো পর্যন্ত instagram-এ প্রায় ১ লাখ লাইক পেয়েছে এবং প্রচুর মানুষ এই ভিডিওটি দেখেছেন। এই গানটি অক্ষরা সিং নিজেই করেছেন। অক্ষরা সিং এবং করণ খান্নার রোমান্টিক ভোজপুরি গানটি ভোজপুরি টি-সিরিজের অফিসিয়াল অ্যাকাউন্টে প্রকাশিত হয়েছে।