দুই বান্ধবীর অস্বাভাবিক প্রেমের সম্পর্ক নিয়ে আসছে নতুন ওয়েব সিরিজ, অবশ্যই ঘরের দরজা বন্ধ করে দেখুন (Updated Web Series)

এখনকার দিনে ওয়েব সিরিজ ভারতের বিনোদন দুনিয়ায় একটা বড় জায়গা দখল করতে শুরু করেছে। ওয়েব সিরিজ এখন ভারতে প্রতিটি মানুষ দেখতে পছন্দ করেন এবং বর্তমানে ভারত একটা বড় মার্কেট হয়ে…

Avatar

এখনকার দিনে ওয়েব সিরিজ ভারতের বিনোদন দুনিয়ায় একটা বড় জায়গা দখল করতে শুরু করেছে। ওয়েব সিরিজ এখন ভারতে প্রতিটি মানুষ দেখতে পছন্দ করেন এবং বর্তমানে ভারত একটা বড় মার্কেট হয়ে উঠেছে ওয়েব সিরিজের দুনিয়ার। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিন নতুন নতুন ওয়েব সিরিজ আসতেই থাকে, যার মধ্যে অন্যতম হলো এডাল্ট ওয়েব সিরিজ। এমন অনেকগুলি চ্যানেল রয়েছে যেখানে কিন্তু প্রতি মাসে নতুন নতুন এডাল্ট ওয়েব সিরিজ আসে। সেরকমই একটি চ্যানেল হল হান্ট সিনেমা। সোশ্যাল মিডিয়াতে এই চ্যানেলে একাধিক ওয়েব সিরিজ আপনারা দেখতে পান। ফলে ভারতের সাধারণ জনতার হান্ট সিনেমা হয়ে উঠেছে একটা জনপ্রিয় বিনোদনের মাধ্যম। সম্প্রতি এই চ্যানেলে মুক্তি পেয়েছে একটি নতুন ওয়েব সিরিজ, যেখানে এমন কিছু দেখানো হয়েছে যা সমাজের তথাকথিত নিয়মকে চ্যালেঞ্জ করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ‘হান্ট সিনেমা’ অ্যাপের ‘খাটশালা ৩’ ওয়েব সিরিজের ট্রেলার দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। সারা ভারতে এই নিয়ে শুরু হয়েছে চর্চা।

ওয়েব সিরিজের কাহিনী

এই ওয়েব সিরিজের কাহিনীটা একেবারেই আলাদা ধরনের। এখানে, গল্পটা মূলত দুইজন বান্ধবী মধ্যে সীমাবদ্ধ, যারা নিজেরা যৌনতা নিয়ে আলোচনা করতে পছন্দ করেন। ট্রেলারে দুই বান্ধবীর মধ্যে যৌনতা ও সম্পর্ক নিয়ে খোলাখুলি আলোচনা দেখানো হয়েছে। এই দুজনে থাকলেও আছে আরো একটি ছেলে, যে কিনা খাটের নিচে লুকিয়ে তাদের দুজনের কথাবার্তা শুনে নেয়। আর সেখানেই বিষয়টা আরো বেশি এগিয়ে যায়। ওই মেয়েদুটি একে অপরের সঙ্গে পুরুষাঙ্গ নিয়ে কথা বলতে বলতে একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। আর সেখানেই তাদের দুজনের কথা শুনে উত্তেজিত হয়ে পড়ে ওই যুবক। সব মিলিয়ে একটা অদ্ভূত পরিস্থিতি তৈরি হয় ওই জায়গায়। যদিও এই ধরনের বিষয়বস্তু অনেকের কাছে আকর্ষণীয় মনে হতে পারে, তবে ট্রেলারের কিছু দৃশ্য এবং কথোপকথন সমাজের একাংশের কাছে অশ্লীল এবং আপত্তিকর মনে হতে পারে।

কোথায় কিভাবে দেখবেন ওয়েব সিরিজ

এই ওয়েব সিরিজের ট্রেলার এখন সারা ভারতেই প্রশংসিত হয়েছে। হয়তো এই ট্রেলার দেখার পর অনেকেই বাকি কাহিনী জানতে সাবস্ক্রিপশন নিতে চাইবেন হান্ট সিনেমা অ্যাপের। তবে, জানিয়ে রাখি, এই ধরনের অ্যাপের সাবস্ক্রিপশন নিলে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক সমস্যা হয়ে যেতে পারে। তাই এই ধরনের অনামী অ্যাপের সাবস্ক্রিপশন নিতে হলে আপনাকে আগে থেকে পুরো সতর্কতা নিতেই হবে।