Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক, রণজয়ের কোলে ছোট্ট শিশু, ভিডিও ভাইরাল হতেই জোড় জল্পনা

সম্প্রতি অভিনেতা রণজয় বিষ্ণু একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় যেখানে তাঁর কোলে দেখা গেছে একটি ছোট্ট শিশুকে। রণজয় এই ভিডিওটি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। তবে…

Avatar

সম্প্রতি অভিনেতা রণজয় বিষ্ণু একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় যেখানে তাঁর কোলে দেখা গেছে একটি ছোট্ট শিশুকে। রণজয় এই ভিডিওটি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। তবে নেটিজেনদের মনে প্রশ্ন জাগতে শুরু করে, তবে কি রণজয় ও সোহিনী সন্তান দত্তক নিলেন! কিন্তু কিছুক্ষণের মধ্যেই রণজয় সবাইকে জানান, শিশুটি তাঁর ভাগ্নী আরোহী। ভিডিওতে দেখা যায়, আরোহীকে কোলে নিয়ে নাচ করছেন রণজয়। মামা-ভাগ্নীর এই রসায়ন নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে।

রণজয় ও অভিনেত্রী সোহিনী সরকার বিগত কয়েক মাস ধরে সম্পর্কে রয়েছেন। 2013 সালে দুজনের পরিচয় হলেও গত বছর একটি ওয়েব সিরিজের শুটিং-এ দার্জিলিংয়ে গিয়ে শুরু হয় রণজয়-সোহিনীর প্রেমপর্ব। লকডাউনের সময় নিজের গল্ফগ্রিনের ফ্ল্যাট ছেড়ে রণজয় সোহিনীর কসবার বাড়িতে সোহিনীর সঙ্গে থাকতে শুরু করেন। কিন্তু কিছু দিন পরেই তাঁদের মনোমালিন্যের কথা শোনা যায়। সোহিনী যথেষ্ট প্রতিষ্ঠিত নায়িকা। কিন্তু রণজয় এখনও স্টারডম অর্জন করতে পারেননি। এর ফলে সোহিনী ও রণজয় কোনো পার্টিতে গেলে রণজয়কে এক কোণে বসে থাকতে হয়। এমনকি কিছু দিন আগে সোহিনী গাড়িতে একজন নামী পরিচালককে লিফট দেওয়ার সময় পিছনের সিটে নিজে সেই পরিচালকের পাশে বসলেও রণজয়কে গাড়ির ড্রাইভারের পাশে বসতে বলেন। এই ঘটনা নিয়ে রণজয় ও সোহিনীর ইগোর লড়াই শুরু হয়। ক্রমশ এই খবর মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মিডিয়ায় রণজয় ও সোহিনীর ইগোর লড়াই-এর কথা প্রকাশ হতেই তা ধামাচাপা দিতে রণজয় সোহিনীর জন্মদিন পালন করার সিদ্ধান্ত নেন। সোহিনীর জন্মদিনে রণজয় ও সোহিনী কলকাতার বাইরে গিয়ে সোহিনীর জন্মদিন পালন করেন। সাবেকি কায়দায় বাঙালি খাবারের থালি সহযোগে পালিত হয় সোহিনীর জন্মদিন। কিন্তু সোহিনীর পরিবার সেখানে উপস্থিত ছিলেন না। রণজয় নিজেই সোহিনীর জন্মদিনের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু তিনি খোলসা করেননি, কোথায় ছিল জন্মদিন পালনের সেই বিশেষ জায়গা। আপাতত রণজয়ের হাতে কোনো কাজ না থাকায় তিনি তাঁর পারিবারিক বাড়িতে বোনের সাথে সময় কাটাচ্ছেন। অপরদিকে সোহিনী ব্যস্ত নিজের কেরিয়ার নিয়ে।

About Author