পেজ থ্রি এখন তিনটি বিবাহিত সম্পর্ক নিয়ে বেশ সরগরম। নুসরত-নিখিল, শ্রাবন্তী-রোশন, পিঙ্কি- কাঞ্চন। এই তিন দম্পতি নিজের বিবাহিত সম্পর্কের জন্য প্রতিদিন খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন। ফের খবরের শিরোনামে এখন রোশন সিং। এক হাতে জড়ানো জুঁই ফুলের গজরা, অন্য হাতে মদের বোতল। এমন এক ছবিই ইনস্টাগ্রাম স্টোরি ভেসে এল রোশনের। পারুল ওরফে শ্রাবন্তীর বিরহেই কি দেবদাস হওয়ার পথে তৃতীয় স্বামী? এই প্রশ্নই তুলছেন নেটিজেন।
গত বছর পুজোর সময় থেকে রোশন আর শ্রাবন্তী আলাদা থাকা শুরু করেছেন। সম্পর্কের ভাঙনের খবর প্রকাশ্যে এসেছিল। বহুদিন ধরেই আলাদা থাকছেন। সোশ্যাল মিডিয়ায় মাধ্যমেই একে অপরকে কটাক্ষ করেছেন। তবে কিছুদিন আগে শ্রাবন্তীর সঙ্গে নতুন করে সংসার করার আশায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন রোশন। তবে শ্রাবন্তী বোধহয় তৃতীয় স্বামীর সঙ্গে আর থাকতে চান না বলে তৃতীয় স্বামীর আশায় জল ঢেলে দিয়েছেন। দু’জনের আইনি বিচ্ছেদের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
। তবে এর মধ্যেই আবার টলি টাউনে শ্রাবন্তীর নতুন প্রেমের গুঞ্জন। চতুর্থ বার প্রেম করছেন শ্রাবন্তী। ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ শ্রাবন্তী। শোনা গিয়েছে, বিধানসভা ভোটের আগেই দু’জনের সম্পর্কের সূত্রপাত। শ্রাবন্তীর প্রচারসঙ্গীও হিসেবে অভিরূপকে দেখা গিয়েছ। শ্রাবন্তীর আবাসনেরই প্রতিবেশি এই চর্চিত প্রেমিক। সম্প্রতি সপরিবারে শ্রাবন্তীর ফ্ল্যাটেই নতুন প্রেমিক অভিরূপের জন্মদিন সেলিব্রেশন৷ হয়।
কিছুদিন আগেই অভিরূপও সোশ্যাল মিডিয়াতে হীরের আংটি পরা হাতের ছবি পোস্ট করে লিখেছিলেন, “জীবনের সবেচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটির থেকে পাওয়া উপহার…ধন্যবাদ।” শোনা যাচ্ছে, নতুন মনের মানুষ অভিরূপের জন্মদিনে তাঁকে এই বিশেষ উপহারটি দিয়েছেন শ্রাবন্তী। এই অভিরুপ পেশায় ব্যবসায়ী। মাঝে মধ্যেই শ্রাবন্তীর কমেন্ট সেকশনে কমেন্ট করতে দেখা যায় তাঁকে।
অনেকের প্রশ্ন শ্রাবন্তীর নতুন প্রেমেই কি কষ্ট পেয়েছেন রোশন? তাই মদের আশ্রয়েই দুঃখ ভোলার চেষ্টা করছেন? ইনস্টাগ্রামে আরও একটি ছবি নিজের ইন্সটা স্টোরিতে শেয়ার করেছেন রোশন, যেখানে একটু কন্ডোমের ছবি রয়েছে। এক পুরুষ সেই কন্ডোম মহিলাকে দিচ্ছেন। আর তাতে এক ছোট্ট ভ্রূণর অস্তিত্ব রয়েছে। এমন দৃশ্যেই রোশন লিখেছেন, “ছবিটির মধ্যেই গভীর অর্থ লুকিয়ে রয়েছে।” ছবিটিকে গর্ভধারণের প্রতীক বলে মনে করছেন অনেকে। কিন্তু কার গর্ভধারণের কথা বলতে চাইছেন রোশন? শ্রাবন্তীকে উদ্দেশ্য করেই কি একথা বললেন এমন প্রশ্নও উঠছে নেটদুনিয়ায়। এর জন্যই কি বিচ্ছেদ? উত্তর পাওয়া যায়নি।















Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside