ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Tax Free Bike: রয়েল এনফিল্ডের এই বাইক হতে চলেছে একেবারে ট্যাক্স ফ্রি, ৩৬,০০০ টাকা সাশ্রয় করতে কিনুন এক্ষুনি

রয়েল এনফিল্ড কোম্পানির এই নতুন বাইকটি আপনি খুব সহজে কিনে ফেলতে পারবেন একেবারে সস্তায়

Advertisement

ভারতে গাড়ির বিক্রির সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। ডিলারশিপ এ অনেক পুরনো স্টক পড়ে আছে যা বিক্রি হচ্ছে না এবং এমন পরিস্থিতিতে কোম্পানিগুলো ডিসকাউন্ট এবং অফারের আশ্রয় নিচ্ছে, যাতে বিক্রি বাড়তে পারে এবং অবশিষ্ট স্টক সহজে ক্লিয়ার করা যায়। উৎসবের মরশুমে দেওয়া অফার সত্বেও খুব একটা বেশি গ্রাহকরা গাড়ি কেনেননি। একই সাথে টু হুইলার কোম্পানিগুলো নতুন নতুন অফার দিচ্ছে যাতে গ্রাহকদের আকৃষ্ট করা যায়। এই তালিকায় অন্যতম নাম হল রয়েল এনফিল্ড। এই কোম্পানিটি সম্প্রতি একটি নতুন অফার চালু করেছে, যেখানে আপনারা ট্যাক্স ফ্রি বাইক কিনতে পারবেন। রয়েল এনফিল্ড স্টোরে গিয়ে আপনি যদি হান্টার বাইকটি কেন, তাহলে গ্রাহকরা ২৭ হাজার থেকে ৩৬ হাজার টাকা পর্যন্ত ট্যাক্স বাঁচাতে পারবে এখন।

রয়েল এনফিল্ড হান্টার ৩৫০ এই মুহূর্তে একেবারে করমুক্ত হয়ে উঠেছে। এই বাইকটি ক্যান্টিন স্টোর বিভাগ অর্থাৎ CSD থেকে আপনি কিনতে পারবেন মাত্র ১৪% ট্যাক্স দিয়ে। তবে শুধুমাত্র দেশের সেবাকারী সৈনিকরা কিন্তু প্রত্যক্ষভাবে এই করমুক্ত বাইকের সুবিধা পেয়ে যাবেন। সাধারণ গ্রাহকরা কিন্তু এই সুবিধা পাবেন না, কারণ সাধারণ গ্রাহকদের জন্য এই সিএসডি চলেনা।

ফ্যাক্টরি স্টোরে ব্ল্যাক এবং সিলভার হান্টার ৩৫০ বাইকের মূল্য হল ১ লক্ষ ৪৯ হাজার টাকা। অন্যদিকে সিএসডি স্টোরে এই বাইকের মূল্য হল ১ লক্ষ ৩০ হাজার টাকা। ফলে আপনারা প্রায় ২০ হাজার ১৪৪ টাকা পর্যন্ত সাশ্রয় করতে চলেছেন এই বাইকটি কিনলে। শুধু তাই নয়, অন্যান্য রঙের অপশনেও কিন্তু এই একই রকম ছাড় আপনারা পেয়ে যাবেন। ফলে সব মিলিয়ে আপনারা ৩৬ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। বাইকের স্পেসিফিকেশনের ব্যাপারে বলতে গেলে, এই বাইকে আপনারা পেয়ে যাবেন একটি ৩৪৯ সিসি ইঞ্জিন যা ২০.২ bhp শক্তি উৎপন্ন করে এবং ২৭ এনএম টর্ক তৈরি করতে পারে। এই বাইকের সর্বোচ্চ গতি ১১৪ কিলোমিটার প্রতি ঘন্টা।

Related Articles

Back to top button