ট্রেনের তলায় চাপা পড়ে থাকা এক মহিলাকে বাঁচালেন আরপিএফ অফিসাররা, ভাইরাল ভিডিও
এই পৃথিবীতে (World) এমন অনেক ঘটনা ঘটে, যা বাস্তবে ঘটলেও বিশ্বাস করা কঠিন। সোশ্যাল মিডিয়ার (Social Media) মাধ্যমে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খবর অতি সহজেই পাওয়া যায়। কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন খবর অনেক অজানা তথ্য সকলের সামনে নিয়ে আসে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল (Viral) হওয়া ঘটনা জানান দেয় যে, পৃথিবীর বুকে এমন অনেক ঘটনা আছে যা আজও আমাদের অজানা। এমনই এক ঘটনা ঘটেছে মুম্বাইতে (Mumbai) যা জানলে আপনি অবাক হবেন এবং যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের কুর্নিশ জানাবেন।
অনেক সময়ই রেল দফতরের বিরুদ্ধে বিক্ষোভ করতে দেখা যায় জনসাধারণকে। কিন্তু এবার দুজন আরপিএফ অফিসারের তৎপরতায় ট্রেনের তলায় চাপা পড়ার থেকে এক মহিলার প্রাণ বাঁচল। এই হাড় হিম করা ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে রেলওয় স্টেশনে।
যেখানে গত শনিবার প্লাটফর্মে ঢোকার মুখে একটি ট্রেনের সামনে পড়ে যাচ্ছিলেন এক মহিলা। তাকে তড়িঘড়ি দুজন আরপিএফ এবং একজন প্রবীণ নাগরিক হ্যাঁচরাতে হ্যাঁচরাতে বাঁচিয়ে তোলে। জানা যায়, ওই মহিলা ভারসাম্য হারিয়ে পড়ে যাচ্ছিলেন। যদি আরপিএফ অফিসাররা না বাঁচাতে পারতেন, তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। কিন্তু ভাগ্যের জোরে এ যাত্রায় রক্ষা পেয়েছেন এই মহিলা। থানে প্ল্যাটফর্মের সিসিটিভি ফুটেজ থেকে প্রত্যেকটি সংবাদমাধ্যমে এই ভিডিওটি ছড়িয়ে পড়ে এবং তা পরবর্তীকালে সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়ে যায়।
#WATCH | Two Railway Protection Force (RPF) personnel and a civilian rescue a woman at the Thane Railway Station, Maharashtra, from being swept under an oncoming train at a platform (9.1.2021) pic.twitter.com/D4YUQHigEr
— ANI (@ANI) January 10, 2021