Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

RRB টেকনিশিয়ান শূন্যপদ: রেলওয়েতে টেকনিশিয়ান পদের জন্য বাম্পার নিয়োগ, এইভাবে করুন আবেদন

ভারতীয় রেলওয়ে হলো ভারতের সবথেকে বড় রিক্রুটমেন্ট বোর্ড। প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ ভারতীয় রেলে চাকরি পেয়ে থাকেন। বিভিন্ন পোষ্টের জন্য সম্প্রতি ভারতীয় রেলের তরফ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা…

Avatar

ভারতীয় রেলওয়ে হলো ভারতের সবথেকে বড় রিক্রুটমেন্ট বোর্ড। প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ ভারতীয় রেলে চাকরি পেয়ে থাকেন। বিভিন্ন পোষ্টের জন্য সম্প্রতি ভারতীয় রেলের তরফ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ৯১৪৪ টি পদে এবারে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই সমস্ত পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে আগামী ৯ মার্চ ২০২৪ থেকে এবং আবেদন প্রক্রিয়া শেষ হবে ৮ এপ্রিল ২০২৪ তারিখে। চলুন তাহলে এই নিয়োগের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

পদের বিবরণ:

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে এই নিয়োগের মাধ্যমে টেকনিশিয়ান গ্রেড-I (সিগন্যাল) এর জন্য ১০৯২ জন ও টেকনিশিয়ান গ্রেড-III: ৮০৫২ জনকে নিয়োগ করা হবে। প্রতিটি পদের জন্য যোগ্যতা আলাদা আলাদা রকমের। টেকনিশিয়ান গ্রেড-I (সিগন্যাল) এর জন্য B.Sc (পদার্থবিদ্যা/ইলেকট্রনিক্স/কম্পিউটার সায়েন্স/IT/ইন্সট্রুমেন্টেশন), BE/B.Tech, ৩ বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে সেই প্রার্থীর। অন্যদিকে, টেকনিশিয়ান গ্রেড-III: প্রাসঙ্গিক ট্রেডে ১০ম পাস এবং ITI সার্টিফিকেট থাকতে হবে নির্দিষ্ট কাজের জন্য। এছাড়াও, টেকনিশিয়ান গ্রেড-III (S&T): ১০ম, ITI এবং ১২ম পদার্থবিদ্যা ও গণিত সহ পাস থাকতে হবে।

বয়স সীমা:

টেকনিশিয়ান গ্রেড-I: ১৮ থেকে ৩৬ বছর
টেকনিশিয়ান গ্রেড-III: ১৮ থেকে ৩৩ বছর

বেতন:

টেকনিশিয়ান গ্রেড-I: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা পর্যন্ত বেতন পাবেন। অন্যদিকে, টেকনিশিয়ান গ্রেড-III: ১৯,৯০০ টাকা থেকে ৫৬,২০০ টাকা অবধি বেতন পাবেন।

মূল পরিবর্তন:

১. এক ধাপে পরীক্ষা: এবার RRB টেকনিশিয়ান নিয়োগের জন্য মাত্র একটি পরীক্ষা (CBT) অনুষ্ঠিত হবে।

২. দুটি বেতন স্তর: প্রার্থীরা একটি বেতন স্তরের শূন্যপদের জন্য শুধুমাত্র একটি RRB-এর জন্য আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি:

প্রার্থীরা সংশ্লিষ্ট RRB-এর ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন ফি:

সাধারণ, OBC, EWS: ৫০০ টাকা।
SC, ST, মহিলা, EBC, প্রতিবন্ধী: ২৫০ টাকা।

নির্বাচন প্রক্রিয়া:

১. লিখিত পরীক্ষা (CBT)
২. মেডিকেল পরীক্ষা
৩. নথি যাচাইকরণ

About Author