Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

BREAKING: যাদবপুরে বাবুল সুপ্রিয়কে হেনস্থার প্রতিশোধ তুললো RSS!

Updated :  Thursday, October 3, 2019 3:19 PM

কিছুদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে ঘিরে উত্তাল হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবিভিপির নবীনবরণ অনুষ্ঠানে গিয়ে পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। বিশ্ববিদ্যালয় থেকে বেরোনোর সময় হেনস্থার শিকার হোন বাবুল, তিন ঘণ্টা ধরে তাকে ঘেরাও করা হয়। সেখানে তাকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দেয় অতিবামপন্থী প্রভাবিত ছাত্র সংগঠনগুলি। কেন্দ্রীয় মন্ত্রীর চুলের মুঠি ধরে চড় ও ঘুষি মারে পড়ুয়ারা। আর বাবুল সুপ্রিয় কে চুলের মুঠি ধরে মেরেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দেবাঞ্জন বল্লভ।

দেবাঞ্জন বল্লভ বর্ধমানের বাসিন্দা।যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেবাঞ্জনের কর্মকান্ডের জন্য তার অসুস্থ মা বাবুল সুপ্রিয়ের কাছ থেকে ক্ষমাও চেয়েছিলো এবং বাবুল ক্ষমা করে দেয়। কিন্তু এবারে বাবুল সুপ্রিয়ের সাথে হওয়া ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য দেবাঞ্জনকে বেধড়ক মারলো আরএসএস কর্মীরা। গতকাল, বুধবার সন্ধ্যাবেলায় বর্ধমানের আলিশা বাসস্ট্যান্ডে তাকে মারধর করা হয়। একইসাথে দেবাঞ্জনের বান্ধবী প্রজ্ঞা রায়চৌধুরীকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বর্ধমান থানাতে তারা এফআইআর করে। পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে। দেবাঞ্জন জানান যে যারা মারধর করেছিলো তারা ভবিষ্যতে দেখে নেওয়ার হুঁশিয়ারি দেন।