Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

শুরু হয়ে গেল ‘জীবন-সাথী’-র আইবুড়ো ভাত, ভাইরাল হল রুদ্রজিতের ছবি

Updated :  Thursday, February 11, 2021 10:21 PM

কয়েকদিন পরেই অভিনেত্রী প্রমিতা চক্রবর্তী (Pramita Chakraborty) ও অভিনেতা রুদ্রজিৎ (Rudrajit)-এর আইনি বিয়ে। কিন্তু তার আগেই শুরু হয়ে গেল রুদ্রজিৎ-এর আইবুড়ো ভাত খাওয়া। আইবুড়ো ভাত খাওয়ার শুভ সূচনা হলো তাঁর অভিনীত সিরিয়াল ‘জীবন সাথী’ -র সেট থেকেই। আইবুড়ো ভাতের অনুষ্ঠানে রুদ্রজিৎ-এর পরনে ছিল নীল রঙের পাঞ্জাবী। অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত( Indrani Dutta) রুদ্রজিৎ-কে বরণ করে অনুষ্ঠানের সূচনা করলেন। ইন্সটাগ্রামে আইবুড়ো ভাতের ছবি শেয়ার করে রুদ্রজিৎ সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। সম্প্রতি রুদ্রজিৎ ও প্রমিতা নিজেদের কয়েকটি ঘনিষ্ঠ ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ছবিগুলি বিখ্যাত গয়না প্রস্তুতকারক সংস্থা অঞ্জলি জুয়েলার্স-এর একটি ফটোশুটের। রুদ্রজিৎ-প্রমিতার এনগেজমেন্ট রিং ও পোশাক স্পনসর করেছে অঞ্জলি জুয়েলার্স। এই ফটোশুটটি হয়েছে অঞ্জলি মলে। প্রমিতা ছবিগুলি শেয়ার করে অঞ্জলি জুয়েলার্স এবং অঞ্জলি মলকে ধন্যবাদ জানিয়েছেন। ছবিগুলিতে রুদ্রজিৎ-এর পরনে রয়েছে সানসেট অরেঞ্জ এবং অফহোয়াইট কম্বিনেশনের শেরওয়ানি এবং গোল্ডেন রঙের চোস্ত। প্রমিতার পরনে রয়েছে পিচ রঙের লেহেঙ্গা-চোলি। কিছুদিন আগেই রুদ্রজিৎ-প্রমিতাকে একটি রুফটপ রেস্তোরাঁয় একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে। কখনও তাঁদের দেখা যাচ্ছে ফেয়ারি টেল কাপল হিসাবে ‘প্রি-ওয়েডিং’ ফটোশুট করতে। ‘প্রি-ওয়েডিং’ ফটোশুটে সিঁদুরে রাঙা প্রমিতার মানভঞ্জন করতে দেখা যাচ্ছে রুদ্রজিৎকে। প্রমিতা ও রুদ্রজিৎ-এর ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে প্রমিতা-রুদ্রজিৎ-এর সম্পর্কের রসায়ন।

বেলগাছিয়ার মেয়ে প্রমিতার সঙ্গে বিয়ে হতে চলেছে পুরুলিয়ার ছেলে অভিনেতা রুদ্রজিৎ মুখার্জির। জনপ্রিয় সিরিয়াল ‘সাত ভাই চম্পা’র সেট থেকে পরিচয় হয়েছিল প্রমিতা ও রুদ্রজিৎ-এর। ক্রমশ তা রূপান্তরিত হয় প্রেমে। গত বছর পুজোর সময় প্রমিতা ও রুদ্রজিৎ-এর পরিবার একসঙ্গেই রুদ্রজিৎ-এর দেশের বাড়ি পুরুলিয়ায় পুজো কাটিয়েছেন। একইসঙ্গে পুরুলিয়ায় একটি রিসর্ট বুকিং করেছেন তাঁরা। জানা গেছে, চলতি বছরের 14 ই ফেব্রুয়ারি ভ‍্যালেন্টাইনস ডে-র দিন রুদ্রজিৎ ও প্রমিতার এনগেজমেন্ট ও রেজিস্ট্রি ম্যারেজের অনুষ্ঠান হবে ওই রিসর্টে। তবে অনুষ্ঠান হবে খুব ঘরোয়া ভাবে। শুধুমাত্র দুজনের পরিবার ও ঘনিষ্ঠ কিছু আত্মীয় উপস্থিত থাকবেন অনুষ্ঠানে। পুজোর মধ্যেই পুরুলিয়ার নৈসর্গিক পরিবেশে প্রি-ওয়েডিং ফটোশুট করেছেন রুদ্র ও প্রমিতা। রুদ্র-র পছন্দের লাল শাড়ি ও সাবেকি গয়না পরে ফটোশুট করেন প্রমিতা। রুদ্রও প্রমিতার পোশাকের সঙ্গে মানানসই করে লাল পাঞ্জাবি পরেছিলেন ফটোশুটের সময়। করোনা পরিস্থিতি কেটে গেলে 2022 সালে সামাজিক অনুষ্ঠান করে বিয়ে করার ইচ্ছা আছে রুদ্র ও প্রমিতার।

টালিগঞ্জের করুণাময়ীতে ফ্ল্যাট কিনেছেন রুদ্রজিৎ। বিয়ের পর রুদ্র ও প্রমিতা সেখানেই পাতবেন তাঁদের সংসার। এই মুহূর্তে ‘জীবন সাথী’ ধারাবাহিকে ‘তূর্ণ’-এর চরিত্রে অভিনয় করছেন রুদ্রজিৎ। ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকে প্রমিতা ‘ঝিনুক’-এর চরিত্রে অভিনয় করছিলেন। সদ্য শেষ হয়েছে ‘এখানে আকাশ নীল’। আপাতত প্রমিতা অপেক্ষা করছেন নতুন কাজ শুরু হওয়ার।