Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রাস্তায় রানুর উদ্দাম নাচ! ভাইরাল হল সেই ভিডিও

Updated :  Monday, October 14, 2019 10:22 PM

রানু মন্ডলের কথা আমরা কে না শুনেছি। স্টেশন সিংগার থেকে রাতারাতি বলিউড সেলিব্রিটি। তার পর হিমেশ রেসমিয়ার সাথে তার গান। এসব আমরা সবাই জানি। কিন্তু এবার সেই রানু মন্ডল গানের পর পুজোর মরসুমে রাস্তায় নাচ নেট দূনিয়ায় উত্তেজনা ছড়াচ্ছে।

আর পুজো মানে তো বাঙালির সবচেয়ে বড় উৎসব। পুজোর সময় কত কিনা চোখে পড়ে। আর সেই উৎসব মুখর মানুষের চোখে রানু মন্ডলের খোলা রাস্তায় উদ্দাম নৃত্য। দেখে অনেকেই চোখের ভুল ভেবে নিয়েছে। অনেকেই তো বিস্ময় সৃষ্ট হয়ে দেখেছেন।

সত্যিই রানুমন্ডল একেবারে রাস্তায় নেমে নাচছেন। চারিদিকের পূজা মন্ডপের দিক থেকে লোকের দৃষ্টি সরে সবার কৌতুহল রানু মন্ডলের দিকে। মানুষের মনে নতুন প্রশ্ন, তবে কি এবার রানু মন্ডল গানের পাশাপাশি নৃত্যতেও অংশগ্রহণ করবেন? আর মূহুর্তের মধ্যে সেই নাচ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

কিন্তু কাহিনি মে টুইস্ট তো যখন সামনে এলো, তখন জানা গেল, ওই মহিলা রানু মণ্ডল নন। দেখতে অবিকল রানুর মতোই, তিনিই নেচে মাত করলেন। কিন্তু সত্যিটা জেনে অবশ্য তেমন আক্ষেপ নেই সকলের। পুজোর আনন্দ তো আরও খানিকটা বাড়িয়ে দিয়েছেন ওই মহিলা।