Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

গলায় রুদ্রাক্ষের মালা, পরনে সাদা পোশাক! বাউলের বেশে নতুন লুকে গায়ক রূপঙ্কর

Updated :  Tuesday, April 27, 2021 11:49 AM

গায়ক রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi) মানেই গানের ভার্সেটাইল ঘরানা। কিছুদিন আগেই রূপঙ্কর মুখ খুলেছিলেন জি বাংলার বিখ্যাত সিঙ্গিং রিয়েলিটি শো ‘সারেগামাপা’ নিয়ে। তিনি বলেছেন, এই শোয়ে কখনও টাকা খাইয়ে কাউকে জেতানো যায় না। ‘সারেগামাপা’-র বিজয়ী অর্কদীপ মিশ্র (Arkadip mishra) প্রসঙ্গে রূপঙ্কর বলেন, অর্কদীপকে তিনি বহুদিন ধরেই চেনেন। অর্কদীপ লোকসঙ্গীত ছাড়াও অন্যান্য সঙ্গীত নিয়েও পরীক্ষা-নিরীক্ষা করতে পছন্দ করেন। অর্কদীপকে ট্রোল করার ফলে ক্ষুব্ধ রূপঙ্কর বলেন, অর্কদীপ ট্রোলিং-এর মুখে পড়ে ক্রমশ ভেঙে পড়ছেন। তাঁর বাবা-মায়ের সঙ্গে তাঁর এই জয় সেলিব্রেট করতে পারছেন না তিনি। পাশাপাশি রূপঙ্কর বলেন, সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখার স্বাধীনতা সকলের রয়েছে। কিন্তু এই স্বাধীনতা যেন কাউকে আঘাত না দেয়।

গত বছর লকডাউনের সময় রাণু মন্ডল(ranu mandal)-এর পাশে দাঁড়িয়েছিলেন রূপঙ্কর। তাঁর ডিজিটাল কনসার্টে গেয়েছিলেন রাণু। এই অভিজ্ঞতা প্রসঙ্গে রাণু বলেছেন, রূপঙ্করের সঙ্গে গান গাইতে গিয়ে যথেষ্ট নার্ভাস ছিলেন তিনি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই রূপঙ্করের উৎসাহ প্রদান কমফর্টেবল করে তোলেন রাণুকে। রূপঙ্কর রাণুর গায়কীর প্রশংসা করেছেন।

কিন্তু হঠাৎই বাউলের বেশে ছবি শেয়ার করেছেন রূপঙ্কর। সেই ছবিতে রূপঙ্করের মাথায় গেরুয়া পাগড়ী, গলায় গেরুয়া উত্তরীয় ও রুদ্রাক্ষের মালা, পরনে সাদা পোশাক এবং কপালে চন্দনের টিপ। ছবিটি শেয়ার করে রূপঙ্কর লিখেছেন, বারে বারে আর আসা হবে না। রূপঙ্করের ছবিটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে রূপঙ্করের অনুরাগীরা তাঁকে জিজ্ঞাসা করেছেন, এটা কি তাঁর নতুন মিউজিক অ্যালবামের শুটিংয়ের ছবি? কিন্তু মৌন হয়ে রয়েছেন রূপঙ্কর। আপাতত অপেক্ষা করতে হবে তাঁর সারপ্রাইজের জন্য। বন্ধু, দেখা হবে।