Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আরও শক্তিশালী হচ্ছে ভারতীয় সেনা, রাশিয়া থেকে ভারতে আসছে S-400

Updated :  Friday, January 17, 2020 4:51 PM

ভারতের হাতে আসতে চলেছে শক্তিশালী মিসাইল রাশিয়ার S-400 যা ভারতীয় সেনবাহিনীকে আরও শক্তিশালী করে তুলবে। এই মিসাইলটি বর্তমান দশকের অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র যা ভারতকে সামরিক দিক থেকে অনেক উন্নত করে তুলবে। এই মিসাইল ভারতকে দেওয়ার কথা ঘোষনা করে দিয়েছেন মিশন রোমান বাবুশ্নিকের উপপ্রধান রাশিয়ার সংবাদমাধ্যমের কাছে।

৪০০ কিলোমিটারের মধ্যে থাকা আকাশে ভাসমান যেকোনো বস্তুকে অব্যর্থ নিশানায় আঘাত হানতে সক্ষম এই মিসাইল। এই মিসাইলটিকে এক স্থান থেকে আরেক স্থানে সহজেই নিয়ে যাওয়া যায়। নিশানাকে অব্যর্থভাবে আঘাত হানতে এর জুড়ি মেলা ভার। আকাশে ভাসমান শত্রু পক্ষের আগত যে কোনো যুদ্ধবিমানকে নিমিষেই ধ্বংস করে দিতে পারে এই মিসাইল। ট্রাকের মতোন দেখতে লঞ্চপ্যাড থেকে সহজেই নিশানায় আঘাত হানা যায় এই মিসাইলের সাহায্যে।

আরও পড়ুন : নির্ভয়া কান্ডের অন্যতম অভিযুক্ত মুকেশ সিং, প্রাণভিক্ষার আবেদন খারিজ রাষ্ট্রপতির

গোটা বিশ্বে একমাত্র রাশিয়া ছাড়া এই মিশাইল কোনো দেশের হাতে ছিল না। আগামী ২০২৫ সালের মধ্যে দ্বিতীয় দেশ হিসেবে ভারতের হাতে আসতে চলেছে এই শক্তিশালী মিসাইল। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আগামী ২২ মার্চ রাশিয়া সফরে যোগ দিতে যাচ্ছেন যার ফলে S-400 মিসাইলটির ভারতে আনার পথ আরও প্রশস্ত হবে বলে মনে করা হচ্ছে। রাশিয়া, ভারত এবং চিনের এই তিন দেশের বৈঠক অনুষ্ঠিত হবে সেখানে।

যেহেতু মিসাইলটি আকাশে ভাসমান মাত্র ৪০০ মিটারের মধ্যে যেকোনো বস্তুকে গুড়িয়ে দিতে সক্ষম তাই রাশিয়া এর নামকরণ করেছে S-400। এই মিসাইল কেনার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে আর্থিক নিষেধাজ্ঞা জারির হুমকি দিয়েছিলেন। কিন্তু সব বাঁধাকে দুরে সরিয়ে ভারত চুক্তি করে ভারত এবং তা বাস্তব হওয়ার অপেক্ষায়।