Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

করোনা আক্রান্ত তৃণমূল নেতা সাধন পান্ডে, ভর্তি করা হল হাসপাতালে

Updated :  Thursday, April 22, 2021 11:34 AM

মদন মিত্রের পর এবার তৃণমূলের আরো এক হেভিওয়েট নেতা ভর্তি হলেন হাসপাতালে। অসুস্থ রাজ্যের মন্ত্রী তথা মানিকতলা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাধন পান্ডে। তার শরীরে শ্বাসকষ্টের সমস্যা দেখা গিয়েছে এবং তার জন্য তাকে তড়িঘড়ি বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু আশার খবর হলো খুব কম সময়ের মধ্যে থাকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাকে বর্তমানে বাড়িতে নিয়ে এসে রাখা হয়েছে। আপাতত তিনি বিশ্রামে রয়েছেন এবং চিকিৎসকের সমস্ত পরামর্শ মেনে চলছেন।

বুধবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কামারহাটি কেন্দ্রের তৃণমূল প্রার্থী মদন মিত্র। তোর অবস্থা সংকটজনক হওয়ায় তাকে বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সম্প্রতি করোনাভাইরাস পজিটিভ ধরা পড়েছে যাদবপুর কেন্দ্রের বাম প্রার্থী সুজন চক্রবর্তীর। বর্তমানে তিনি মৃদু উপসর্গ নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়াও কংগ্রেস নেতা অধীর চৌধুরী কিছুদিন আগেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। বিগত কিছুদিন এর মধ্যে বেশ কয়েকজন হেভিওয়েট নেতা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই কারণে, সাধন পান্ডেকে নিয়ে বেশ চিন্তিত ছিলেন তৃণমূল নেতারা।

সত্তরোর্ধ্ব এই নেতা বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন বলে জানা যায়। তৃণমূল সূত্র থেকে জানা যাচ্ছে, বুধবার প্রতিষেধক গ্রহণ করেছিলেন সাধন পান্ডে। তারপর তিনি প্রচার করতে বেরিয়ে ছিলেন বলেও জানা যাচ্ছে। কিন্তু, বৃহস্পতিবার তার শ্বাসকষ্ট অনুভূত হয় তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা করার পর করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ে নেতার। আপাতত তিনি বাড়িতে রয়েছেন এবং চিকিৎসকের পরামর্শ মতো আইসোলেশনে থাকছেন।