এবার রাজ্যে করোনা সতর্কতায় জারি হল নয়া নির্দেশ। এখনো পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা ৪ জন। সংক্রমণ ঠেকাতে নবান্নের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, অন্য রাজ্য থেকে যে সমস্ত ট্রেন পশ্চিমবঙ্গে প্রবেশ করবে সেইসমস্ত ট্রেনের যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। ভিনরাজ্যের থেকে আসা সমস্ত ট্রেনগুলির উপর নজর দিতে বলা হয়েছে। সমস্ত জেলা প্রশাসের উপর নির্দেশ দেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত ৪ জন। সংক্রমণ এড়াতে বাইরের রাজ্য থেকে আসা সমস্ত ট্রেন প্রবেশ বন্ধ করার পক্ষে রাজ্য সরকার। রাজ্যের মধ্যে রেল পরিষেবা চালু থাকলেও ভিনরাজ্যের সঙ্গে ট্রেন পরিষেবা আপাতত সম্পুর্ন বন্ধ রাখার সপক্ষে রাজ্য। সমস্ত বড় স্টেশন গুলিতে মোতায়েন করা হবে পুলিশ।
আরও পড়ুন : প্রয়োজনের তাগিদেই দ্বন্দ্ব ভুলে দেশের জন্য “জনতার কারফিউ” সফল ১০০ %
জানা গিয়েছে, শিয়ালদহ ও হাওড়া স্টেশনে ভিনরাজ্য থেকে ২১ মার্চ রাত থেকে আগামী সোমবার সকাল ৭ টা পর্যন্ত আট’টি ট্রেন প্রবেশ করবে। এই ট্রেনগুলি কখন কোন স্টেশনে প্রবেশ করবে সেই বিষয়ে সমস্ত তথ্য রাজ্য সরকারের কাছে পাঠিয়েছে রেল কতৃপক্ষ। ট্রেনগুলির সমস্ত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করার পর যদের শরীরে সর্দি, কশি, জ্বর উপসর্গের নমুনা পাওয়া যাবে তাঁদের আইসোলেশনে রাখা হবে এবং বাকিদের কোয়ারেন্টাইন থাকার নির্দেশ দেওয়া হবে।