Sahara Scheme থেকে এত টাকা দাবি করার জন্য এবার প্যান কার্ড বাধ্যতামূলক, আগে জেনে নিন পুরো নিয়ম
যারা সাহারা প্রকল্পে অর্থবিনিয়োগ করেছেন তাদের জন্য এসেছে দারুণ সময়
যারা সাহারা প্রকল্পে অর্থ বিনিয়োগ করেছিলেন তাদের জন্য একটা দারুন সময় এসেছে। এখন তারা তাদের টাকা ফেরত পেতে চলেছেন। যেসব বিনিয়োগকারী সাহারা সোসাইটি তে টাকা রেখেছিলেন তাদের জন্য এবার সাহারা রিফান্ড পোর্টাল চালু করা হয়েছে। এখন বিনিয়োগকারীরা তাদের দাবির নিরিখে অনলাইনে আবেদন করতে পারেন। বিনিয়োগকারীদের মনে রাখতে হবে তাদের আধার কার্ড মোবাইল নম্বরের সাথে লিংক করতে হবে। তার পাশাপাশি ব্যাংক একাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে। দাবির জন্য আবেদন করার তারিখ থেকে ৪৫ দিনের মধ্যে ব্যাংকের একাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে।
যদি দাবি পরিমান পঞ্চাশ হাজার টাকা বা তার বেশি হয় তাহলে সাহারা সোসাইটি আমানতকারীকে বাধ্যতামূলকভাবে প্যানকার্ডের বিশদ তথ্য প্রদান করতে হবে। সাহারা রিফান্ড পোর্টাল ওয়েবসাইট অনুসারে যদি দাবির পরিমাণ ৫০ হাজার টাকার বেশি হয় তাহলে প্যান কার্ডের তথ্য জমা করতে হবে। তবে যদি আপনার কাছে প্যান কার্ড না থাকে এবং আপনার দাবি পরিমান ৫০ হাজার টাকার বেশি হয় তাহলে আপনি এখনই প্যান কার্ডের জন্য আবেদন করতে পারেন।
যারা ১০,০০০ টাকা বা তার বেশি জমা করেছেন তারা পেমেন্টের প্রথম কিস্তিতে ১০,০০০ টাকা পাবেন। এই ক্যাটেগরিতে এক কোটিরও বেশি বিনিয়োগকারী রয়েছেন এই মুহূর্তে। তবে হ্যাঁ পরবর্তীতে রিটার্নের পরিমাণ বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে। এই রিটার্ন পেতে হলে আমানতকারীদের সদস্যতা নম্বর, মোবাইল নম্বর এবং আধার কার্ডের সঙ্গে যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিতে হবে। এর সাথে সাথেই জমার রশিদের পাসবুক এবং প্যান কার্ডের তথ্য প্রমাণ করতে হবে যদি টাকার পরিমাণ বেশি থাকে।