Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সালমান খানের অভিনেত্রী সাই মাঞ্জরেকর হটনেসের সীমা অতিক্রম করছেন, দিন দিন সাহসী হচ্ছেন

কয়েক বছর আগে সলমান খান (Salman Khan)-এর বিপরীতে বলিউডে ডেবিউ করেছিলেন সাই মঞ্জরেকর (Saiee Manjarekar)। ফিল্মের নাম ছিল ‘দাবাং 3’। সলমানের প্রেমিকার ভূমিকায় স্বল্প সময়ের জন্য হলেও এই ফিল্মে নজর…

Avatar

কয়েক বছর আগে সলমান খান (Salman Khan)-এর বিপরীতে বলিউডে ডেবিউ করেছিলেন সাই মঞ্জরেকর (Saiee Manjarekar)। ফিল্মের নাম ছিল ‘দাবাং 3’। সলমানের প্রেমিকার ভূমিকায় স্বল্প সময়ের জন্য হলেও এই ফিল্মে নজর কেড়েছিলেন সাই। বিখ্যাত প্রযোজক-পরিচালক ও অভিনেতা মহেশ মঞ্জরেকর (Mahesh Manjarekar)-এর কন্যা সাই গত 24 শে নভেম্বর পা রেখেছেন বাইশ বছর বয়সে। তাঁর জন্মদিনের পার্টি অন্য স্টারকিডদের মতো নয়। ঘরোয়া ভাবেই নিজের জন্মদিন সেলিব্রেশন করেছেন সাই। ইদানিং নিজের স্টাইল স্টেটমেন্ট নিয়েও যথেষ্ট পরীক্ষা-নিরীক্ষা করেন সাই।

একাধিক ব্র্যান্ড এনডোর্সমেন্ট করেন সাই। তাঁর জন্মদিনে সাই-এর অনুরাগীদের একাংশ তাঁর জন্য কেক নিয়ে অপেক্ষা করছিলেন সাই-এর বাড়ির বাইরে। তাঁদের অবাক করে দিয়ে তারকাসুলভ কোনো আচরণ না দেখিয়ে সাই বাড়ির বাইরে এসে কেটেছেন তাঁর প্রিয় চকোলেট কেক। এমনকি কেকটি নিজের সাথে বাড়ি নিয়ে গিয়েছেন সাই। এদিন একটি রেস্তোরাঁয় ডিনার সারতে এসেছিলেন সাই। গাড়ি থেকে নামতেই পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন সাই। তাঁর পরনে ছিল অফ হোয়াইট রঙের গাউন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বডিকন গাউনটি হাই-থাই স্লিটেড। হাই-থাই স্লিটেড গাউনের মাধ্যমে উন্মুক্ত রয়েছে সাই-এর মসৃণ পা। গাউনের নেকলাইন সামান্য ডিপ হওয়ার কারণে উন্মুক্ত রয়েছে সাই-এর ক্লিভেজ। উজ্জ্বল মেকআপ করেছিলেন সাই। হালকা গোলাপি আইশ‍্যাডোর ব্যবহার ছিল তাঁর দুই চোখে। ঠোঁট রাঙানো ছিল লাল রঙের লিপস্টিকে। খোলা চুলে ছিল হালকা কার্ল। পাপারাৎজিদের অনুরোধে রেস্তোরাঁর সামনে দাঁড়িয়ে পোজ দেন সাই। তবে কিছুক্ষণ পর তিনি ঢুকে যান রেস্তোরাঁর ভিতরে।

আগামী দিনে সাইকে দেখা যাবে ‘কুছ খট্টা হো যায়ে’ নামে একটি ফিল্মে। এই ফিল্মে তাঁর বিপরীতে অভিনয় করছেন গুরু রণধাওয়া (Guru Randhawa)। এছাড়াও অজয় দেবগণ (Ajay Devgan) ও তব্বু (Tabbu) অভিনীত ফিল্ম ‘অউরোঁ মে কাহাঁ দম থা’-য় অভিনয় করছেন সাই।

About Author