খেলানিউজ

বড় ধাক্কা থাইল্যান্ড ওপেনে, করোনায় আক্রান্ত হলেন সাইনা নেহওয়াল

Advertisement

ব্যাংকক: ভাগ্য ফের একবার সঙ্গ দিল না সাইনা নেহওয়ালের (Saina Nehwal)। কোভিড পজিটিভ (Coronavirus) হয়ে থাইল্যান্ড ওপেন (Thailand Open) থেকে ছিটকে গেলেন ভারতীয় মহিলা শাটলার। একই সঙ্গে ছিটকে গেলেন ভারতীয় পুরুষ শাটলার এইচএস প্রণয়ও (HS Pranay)। এই নিয়ে টুর্নামেন্ট শুরুর আগে তিনবার কোভিড টেস্ট হয়েছে ভারতীয় শাটলার সহ বাকি প্রতিটি দেশের ব্যাডমিন্টন খেলোয়াড়ের। প্রথম দুটি করোনা টেস্টে নেগেটিভ এলেও ব্যাংককে এবার টুর্নামেন্ট শুরুর আগের দিন টেস্টে কোভিড পজিটিভ ধরা পড়ে সাইনার।

দীর্ঘদিন ধরে তাঁর কেরিয়ার থমকে ছিল। ভারতীয় মহিলা শাটলার অতীতে দেশের হয়ে দুরন্ত পারফর্ম করলেও, শেষ কিছু বছরে তাঁর পারফরম্যান্সের গ্রাফটা ছিল নিম্মমূখী। তবে এবছরের শুরু থেকে থাইল্যান্ড ওপেন দিয়ে শুভ সূচনা করবেন ভারতীয় মহিলা শাটলার সাইনা নেহওয়াল, এমনটা ঠিক করেছিলেন গত বছর থেকেই। তবে সেটা আর হলো না। কোভিড পজিটিভ হয়ে টুর্নামেন্ট শুরুর দিনেই ছিটকে গেলেন সাইনা নেহওয়াল। একই সঙ্গে কোভিড আক্রান্ত হয়েছেন ভারতীয় পুরুষ শাটলার এইচএস প্রণয়।

অন্যদিকে, আইসোলেশনে পাঠানো হয়েছে পারুপাল্লী কাশ্যপকেও। আপাতত তাঁর টেস্টের ফল এখনও আসেনি বলেই খবর সূত্রের। তবে শেষ কয়েকদিন ধরে প্র্যাকটিস করার সময় কোনও রকম সমস্যা ছিল না সাইনার। তবে শেষ টেস্টে টুর্নামেন্টের আগে এবার করোনা ধরা দিয়েছে ভারতীয় মহিলা শাটলারের। মঙ্গলবারই ম্যাচ ছিল ভারতীয় শাটলারদের। তবে করোনার জেরে নাম প্রত্যাহার করে নিতে হলো তাঁদের। আপাতত সবাইকেই ১০দিনের কোয়ারান্টাইনে থাকতে হবে। তারপরই ফলাফল দেখেই দেশের উদ্দেশ্যে আসতে পারবেন তাঁরা।

Related Articles

Back to top button