Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Salaar: এইদিন আসবে সালারের টিজার, প্রভাসের সঙ্গে দেখা যাবে রকিং তারকা যশকে

Updated :  Wednesday, June 21, 2023 10:29 AM

প্রশান্ত নীল আজকাল তার আসন্ন ছবি সালার নিয়ে আলোচনায় রয়েছেন। অনেকদিন ধরেই সালার ছবির জন্য অপেক্ষা করছেন দক্ষিণী ছবির ভক্তরা। এই ছবিতে বাহুবলী প্রভাস ও কেজিএফ-এর পরিচালক প্রশান্ত নীল একসাথে কাজ করছেন। মনে করা হচ্ছে, এই ছবিতে আমরা প্রভাস ছাড়াও কেজিএফ এর রকি ভাই যশকেও দেখতে পাওয়া যাবে। আজ থেকে ঠিক ১০০ দিন পর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সালার।

এই ছবিতে প্রভাসের বিপরীতে দেখা যাবে দক্ষিণী জগতের নামজাদা অভিনেত্রী শ্রুতি হাসানকে। ভিলেনের ভূমিকায় দেখা দিতে চলেছেন মালায়লাম সুপারস্টার পৃথ্বীরাজ সুকুমার। পৃথ্বী ছাড়াও জগপতি বাবুও প্রভাসের বিপরীতে ভিলেন করতে চলেছেন। তবে, পৃথ্বী ও জগপতি বাবু একসাথে অভিনয় করবেন কিনা সেটা এখনো পরিষ্কার নয়। তবে, এই ছবিতে রকিং তারকা যশেরও বিশেষ ক্যামিও থাকতে পারে। এবং সেটাই এই ছবির প্রতি দর্শকদের উন্মাদনা আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে।

জুলাইয়ের প্রথম সপ্তাহে এই ছবির টিজার আসতে পারে। এই তেলেগু সিনেমাটি হিন্দি, তামিল, কন্নড় এবং মালায়লাম ভাষায়ও ডাব করা হবে। সিনেমার মুক্তির তারিখ অনেকটাই এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। তবে নির্মাতারা স্পষ্ট করেছেন যে, এটি ২৮ সেপ্টেম্বর ২০২৩-এ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ২০০ কোটি টাকা বাজেটে সালার তৈরি করা হয়েছে। এমনিতেই প্রভাসের সাম্প্রতিক সিনেমা আদিপুরুষ ভালো ব্যবসা করলেও একেবারেই দর্শকদের মন জয় করতে পারেনি। বরং, রামায়ণের অপমান করা হয়েছে এবং হনুমানের ভূমিকা খুব খারাপ বলেই ভক্তরা দেগে দিয়েছেন। তাই প্রভাসের ভক্তদের মধ্যে এই ছবির জন্য তীব্র উন্মাদনা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে প্রভাস এই ছবি দিয়েই কামব্যাক করতে পারেন।