Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Salary Hike: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বাম্পার সুযোগ, এমাস থেকেই বৃদ্ধি পাচ্ছে বেতন

Updated :  Monday, July 10, 2023 6:47 PM

আবারো একবার রাজ্য সরকারি কর্মচারীদের বাড়তে চলেছে বেতন। চলতি বছরেই এপ্রিল মাসে রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে তিন শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। জানা যাচ্ছে সেই একই হার এবার বাৎসরিক বেতন বৃদ্ধি হতে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীদের। অর্থাৎ ৩ শতাংশ হারে ইনক্রিমেন্ট পেয়ে যাবেন রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীরা। এমনটাই জানা যাচ্ছে রাজ্য সরকার সূত্রে। তবে হ্যাঁ বাৎসরিক এই বেতন বৃদ্ধির সুবিধা কিন্তু পেনশনভোগীরা পাবেন না। যারা এই মুহূর্তে চাকরি করেন শুধুমাত্র তাদের জন্যই এই সুবিধা নিয়ে আসছে রাজ্য সরকার। শুধুমাত্র বর্তমান কর্মচারীরাই ৩ শতাংশ বেশি বেতন পাবেন। এক্ষেত্রে লাভবান হবেন শিক্ষক অশিক্ষক কর্মী পুরসভা এবং পঞ্চায়েতের বিভিন্ন কর্মীরা। এছাড়াও রাজ্য সরকারের যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন তাদের বেতন ৩ শতাংশ বাড়বে বলে জানা গিয়েছে।

এবছরের বাজেটে রাজ্য সরকার কর্মীদের বেতনের বরাদ্দ গত বছরের তুলনায় ২৫০০ কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে। মহার্ঘ ভাতা বৃদ্ধির পাশাপাশি বাৎসরিক বেতন বৃদ্ধির খরচসহ সবকিছুই এই বরাদ্দ থেকে মেটানো হবে। উল্লেখযোগ্য বিষয় হলো ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হওয়ার সময় ২০১৯ এর বিজ্ঞপ্তি অনুযায়ী বাৎসরিক বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে। তাই এক্ষেত্রে সরকারের বাধ্যবাধকতা বাৎসরিক বেতন বৃদ্ধির ক্ষেত্রে থাকলেও মহার্ঘ ভাতা ক্ষেত্রে কিন্তু নেই। যদিও পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ২০০৯ সালের বিজ্ঞপ্তিতে বাৎসরিক বেতন বৃদ্ধির পাশাপাশি মহার্ঘ ভাতা প্রদানের বিষয় বলা হয়েছে।

বর্তমানে সর্বোচ্চ আদালতে মহার্ঘ ভাতা নিয়ে যে মামলা চলছে তা আসলে এই পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে। এই মামলায় পরবর্তী তারিখ ১৪ জুলাই। বিশেষ বিষয়টি হলো একদিকে যেমন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা পাচ্ছেন ৪২ শতাংশ হারে, সেখানেই রাজ্য সরকারি কর্মচারীরা মাত্র ৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। তবুও এই হার শুরু হয়েছে এই বছরের মার্চ থেকে। আগে এই মহার্ঘ ভাতার পরিমান ছিল মাত্র ৩ শতাংশ।