বছরের দ্বিতীয়ার্ধে অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মহার্ঘ ভাতা বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন কেন্দ্রীয় কর্মীরা। এদিকে কয়েকটি রাজ্য বিভিন্ন মেয়াদের জন্য মহার্ঘ ভাতা বাড়াচ্ছে। এই পর্বে গুজরাট মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধির কথা ঘোষণা করেছে। আগামী তিন মাসের বকেয়া বেতনের সঙ্গে এই ভাতা মিলবে।
কর্মচারীদের মোট ১,১২৯.৫১ কোটি টাকা
সপ্তম বেতন কমিশনের আওতায় পড়া কর্মচারীদের জন্য এই সিদ্ধান্ত ১ জানুয়ারি ২০২৪ থেকে কার্যকর হবে। এর ফলে উপকৃত হবেন গুজরাটের ৪.৭১ লক্ষ কর্মচারী এবং প্রায় ৪.৭৩ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মচারী বা পেনশনভোগী। রাজ্য সরকার এই বকেয়া মেটাতে কর্মচারীদের মোট ১,১২৯.৫১ কোটি টাকা দেবে বলে জানিয়েছেন আধিকারিকরা। ১ জানুয়ারি ২০২৪ থেকে ৩০ জুন ২০২৪ পর্যন্ত ছয় মাসের বকেয়া মহার্ঘ ভাতা বেতন সহ তিন কিস্তিতে দেওয়া হবে।
তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বকেয়া জুলাই মাসের বেতন, মার্চ ও এপ্রিলের বকেয়া আগস্টের বেতনের সঙ্গে এবং মে ও জুন সেপ্টেম্বরের বেতনের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। কেন্দ্রীয় কর্মচারীরা জুলাই থেকে ডিসেম্বর অর্ধবার্ষিক ভাতা বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন।
জুলাই মাস থেকে কার্যকর হবে
এটি সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে ঘোষণা করা হলেও এটি জুলাই মাস থেকে কার্যকর হবে। সহজ ভাষায়, ১ জুলাই থেকে কেন্দ্রীয় কর্মচারীদের ভাতা বাড়লেও তার আনুষ্ঠানিক ঘোষণা হবে সেপ্টেম্বর বা অক্টোবর মাসে। কেন্দ্রীয় কর্মচারীদের ভাতা ৫০ শতাংশ। এদিকে অষ্টম বেতন কমিশনের ব্যাপারেও আলোচনা শুরু হয়েছে। একটি কেন্দ্রীয় বেতন কমিশন সাধারণত দশ বছরের ব্যবধানে গঠিত হয়। যদিও নরেন্দ্র মোদী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অষ্টম বেতন কমিশন গঠনের কোনও প্রস্তাব আপাতত নেই।
বর্তমানে ৫০ শতাংশ ডিএ পাচ্ছেন
এখন দেখার বিষয় নতুন সরকার এই সিদ্ধান্ত নেন কি না। যেহেতু কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে ৫০ শতাংশ ডিএ পাচ্ছেন, তাই এরপর বাড়বে অন্য সমস্ত ভাতা-ও ৷ এইচআরএ বা হাউজ রেন্ট অ্যালাউন্ট ৪ জুলাই ২০২৪ কেন্দ্রের পক্ষ থেকে এ ব্যাপারে বিবৃতি জারি করা হয়েছে ৷