জন্মদিনের আগে ক্রিসমাসের রাতে সাপের কামড় খেয়েছেন বলিউডের ভাইজান সালমান খান। সাপের কামড় খাওয়ার পরেই তড়িৎ-ঘড়িৎ এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিনেতাকে। জানা গিয়েছে, যে সাপের কামড় খেয়েছেন অভিনেতা, তা বিষাক্ত ছিল না। প্রাথমিক চিকিৎসা হওয়ার পর এবং ইনজেকশন নেওয়ার পর তিনি সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে তার প্রাণের কোনো ঝুঁকি নেই। চিকিৎসার পর বাড়ি ফিরে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন তিনি।
যে সাপটি ভাইজানকে কামড়েছিল তার শেষ পরিণতি কি হল? সেই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে অভিনেতার বাবা সেলিম খান জানান, সাপটি বিষধর না হওয়ায় তাকে ফার্ম হাউজ থেকে নিরাপদ দূরত্বে একটি জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হয়েছে। তিনি জানান, ফার্ম হাউজের কর্মচারীদের মাঝে মধ্যেই সাপ ও বিছের কামড় খেতে হয়। তবে তিনি এও জানান, আশেপাশের জঙ্গলে যে সমস্ত সাপগুলি রয়েছে তাদের বেশিরভাগই বিষধর নয়।
সালমান খানের হাতে সাপ কামড়ে দেওয়ার পরেই সেই খবর পেয়ে সকলে ছুটে আসেন তার কাছে এবং তাকে হাসপাতালে নিয়ে যান। এই ঘটনায় সাময়িকভাবে সকলেই ভয় পেয়ে গিয়েছিলেন। পরে ঐ সাপটিকে সঙ্গে সঙ্গে ধরে ফেলা হয়। এরপরে অভিনেতার বাবা তাদের বলেছিলেন, সাপটি বিষধর না হলে যেন তাকে মারা না হয়। পরে যখন জানা যায়, সাপটি বিষধর ছিলনা তখন তাকে ফার্ম হাউজ থেকে নিরাপদ দুরত্বে এক জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হয়।
ভাইজানের জন্মদিনের আগেই এমন ঘটনা চিন্তায় ফেলেছিল তার অগণিত ভক্তদের। বর্তমানে তার সুস্থ থাকার খবর নিশ্চিন্ত করেছে তার অনুরাগীদের। বছর শেষে চলতি মাসের ২৭’শে ডিসেম্বর ৫৬’এ পা দিলেন অভিনেতা। ইতিমধ্যেই সকলে তাকে শুভকামনা এবং জন্মদিনের শুভেচ্ছা বার্তায় ভরিয়েছেন। নিজের জন্মদিনের দিন নিজের প্রিয় ফার্ম হাউজ পানভেলেই সময় কাটাতে পছন্দ করেন ভাইজান। গতবছর এখানেই তিনি তার জন্মদিন পালন করেছিলেন। এবছরেও সম্ভবত তিনি তাই করবেন।