Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bajrangi Bhaijaan 2: ফের পর্দায় মুন্নি-বজরঙ্গি! ভক্তদের খুশির খবর সলমনের!কবে পাবে ছবি মুক্তি?

Updated :  Monday, December 20, 2021 5:17 AM

সলমন খান মানেই বক্সঅফিসে ঝড় তুলবে। ভাইজানের হিট ছবির তালিকায় যেসব ছবির নাম আসে তাদের মধ্যে অন্যতম হিট হল ‘বজরঙ্গি ভাইজান’। ২০১৫ সালের এই ছবি সারা বিশ্বব্যপী বক্স অফিসে ৯০০ কোটির ওপর ব্যবসা করেছিল। এই সিনেমায় পবন, মুন্নি, রসিকা, চাঁদ নবাবের চরিত্রগুলো এখনও যেন জীবন্ত সকল সিনেপ্রেমীর মনে। ভাইজান অনুগামীরদের জন্য সুখবর বড়দিনের আগে। কারণ এবার ‘জরঙ্গি ভাইজান’ এর সিকোয়েলের ঘোষণা করলেন সলমন।

Bajrangi Bhaijaan 2: ফের পর্দায় মুন্নি-বজরঙ্গি! ভক্তদের খুশির খবর সলমনের!কবে পাবে ছবি মুক্তি?

গত রবিবার মুম্বইতে আরাআরআর’ ছবির প্রি-রিলিজ প্রোগ্রামে হাজির হয়েছিলেন ভাইজান। আর এদিম প্রকাশ্যে নিজের এই হিট ছবিটির সিক্যুয়েলের কথা ঘোষণা করলেন। আর এই সিক্যুয়েলটির গল্প লিখবেন ‘বাহুবলী’ খ্যাত পরিচালক এসএস রাজামৌলির বাবা কেভি বিজয়েন্দ্র প্রসাদ। এদিন ‘RRR’ সিনেমার গোটা টিমকে উৎসাহিত করতে হাজির ছিলেন সলমন। এইদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণ জোহর, জুনিয়র এনটিআর, রামচরণ, আলিয়া ভাট এবং ‘আরআরআর’ পরিচালক এসএস রাজামৌলি।

আর সেখানেই প্রকাশ্যে করণ নিজের বন্ধু সলমনকে প্রশ্ন করেন ‘বজরঙ্গি ভাইজান’র সিক্যুয়েল নিয়ে। তাতে ভাইজানের উত্তর, ‘হ্যাঁ সিক্যুয়েল আসছে এটা ঠিক খবর। তবে এখন ফোকাস থাকা উচিত আরআরআর-এ। এরপর সংবাদমাধ্যমদের সলমন জানান, ‘রাজামৌলি আর তাঁর বাবা বিজয়েন্দ্র প্রসাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। উনি বজরঙ্গি ভাইজান লিখেছেন। এবার পরবর্তী পার্ট লিখতে চলেছেন।’ জনা যাচ্ছে, আগামী বছরের শুরুতেই সিনেমার শ্যুটিং শুরু হবে। ‘টাইগার ৩’ প্রেক্ষাগৃহে মুক্তির পরেই মুক্তি পাবে এই সিনেমা। 

এই ছবির প্রথম ভাগের পরিচালনার দায়িত্বে কবীর খান। কেন্দ্রীয় চরিত্রে পবনের ভূমিকায় দেখা গিয়েছিল সলমনকে। আর পবনেত প্রেমিকার চরিত্রে করিনা। আর মুন্নির চরিত্রে হর্ষালি। নওয়াজ অভিনয় করেছিলেন চান্দ নবাবের চরিত্রে। তবে, দ্বিতীয় অংশে সলমন ছাড়া আর কাকে কাকে দেখা যাবে এই সিনেমাতে সেই নিয়ে কোনও মন্তব্য করেননি সলমন এখনও।