Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সলমন খানের সঙ্গে শাহনাজ গিলের এমন অশ্লীলতা দেখে রেগে আগুন বডিগার্ড শেরা, অভিনেত্রীকে দিলেন এমন রিয়্যাকশন

Updated :  Thursday, May 5, 2022 11:39 AM

সালমান খান বলিউড ইন্ডাস্ট্রির ভাইজান। তিনি কারণে-অকারণে চর্চায় থাকেন মিডিয়াতে। তার এক ঝলক পাওয়ার জন্য অপেক্ষায় থাকেন তার ভক্তরা। আর সেই মানুষটারই নিরাপত্তার কাজে দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে নিযুক্ত রয়েছেন শেরা। অভিনেতার সাথে যে কোন জায়গায় যে কোন সময় দেখা মেলে তার। এতদিনে তিনি অভিনেতার পরিবারের একজন হয়ে উঠেছেন। তবে সম্প্রতি, শেহনাজ গিলের ছেলেমানুষিতে রীতিমতো রেগে গেলেন শেরা। ভিডিও ভাইরাল হতেই অভিনেতার দীর্ঘদিনের এই দেহরক্ষীর রিয়্যাকশন সামনে এসেছে সকলের।

যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে বলিউডের ভাইজানের নিরাপত্তা নিয়ে ভীষণভাবে সচেতন তার দীর্ঘদিনের এই দেহরক্ষী শেরা। মঙ্গলবার ছিল খুশির ঈদ। আর এই ঈদ উপলক্ষে অভিনেতার বোন অর্পিতা খান শর্মা নিজের বাড়িতে একটি বড় অনুষ্ঠান আয়োজন করেছিলেন, যেখানে বলিউডের নামিদামি তারকারও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম হলেন শেহনাজ গিল। বিগ বসের মঞ্চ থেকেই চর্চায় তিনি। সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পর আরও বেশি করে মিডিয়াতে চর্চিত হন অভিনেত্রী। বর্তমানে তাকে দেখা গিয়েছে ভাইজানের সাথে ঈদের পার্টিতে। আর সেখানেই তার কান্ড দেখে রেগে যান শেরা। ভাইরাল সেই ভিডিওই।

ভিডিওতে দেখা গিয়েছে পাপারাজিৎদের ক্যামেরার সামনে বলিউডের ভাইজান সালমান খানের সাথে পোজ দিচ্ছেন শেহনাজ। কালো সালোয়ার সুটে দেখা গিয়েছে অভিনেত্রীকে। পাঞ্জাবের ক্যাটরিনা বলা হয় তাকে। সম্প্রতি ভাইজানের সাথে বেশ ঘনিষ্ঠ ভাবে দেখা গিয়েছে তাকে। তার সাথে অভিনেতার সম্পর্কের কথা অজানা নয় কারোরই। পাপারাজিৎদের ক্যামেরার সামনেই অভিনেত্রী রীতিমতো জড়িয়ে ধরেছিলেন ভাইজানকে। তাদের একে অপরের সাথে অনেক কথা বলতে দেখা গিয়েছে ভাইরাল হওয়া ভিডিওতে।

এমনকি তিনি ভাইজানের কাছে আব্দার করেন তাকে যেন তিনি গাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে আসেন। অভিনেত্রীর এই আব্দার ফেলতে পারেননি অভিনেতাও। তিনি তাকে গাড়ি অবধি ছেড়ে দিয়ে এসেছিলেন শেষপর্যন্ত। আর সেখানে কম ভিড় ছিল না। যেকোনো সময়ই ভাইজানের নিরাপত্তা নিয়ে সচেতন থাকেন শেরা। তবে হঠাৎ করে অভিনেত্রীর এই আব্দার শুনে কপালে ভাঁজ পড়েছিল শেরার। অভিনেত্রীর এই কথা যে তার একেবারেই পছন্দ হয়নি, তা তার মুখে হাব-ভাব দেখেই বোঝা গিয়েছে।