Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

করোনার থাবা সলমন পরিবারে, কেমন আছেন অভিনেতা? জানুন

Updated :  Thursday, November 19, 2020 1:43 PM

কোভিডের হাতছানি এবার সালমানের ‘গ্যালাক্সি’তে। নিজেকে ‘গ্যালাক্সি’তে গৃহবন্দি করে নিলেন বলিউডের ভাইজান। সূত্রের খবর, সালমান খানের গাড়ি চালক করোনায় আক্রান্ত হয়েছেন। গাড়ির চালকের পাশপাশি অভিনেতার বাড়ির আরও দুই কর্মী আক্রান্ত হন কোভিডে। বর্তমানে তাঁরা মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি আছেন। ঠিক এর পরপর ভাইজান নিজেকে গৃহবন্দি করেন নেন সল্লু ভাই। এখনও পর্যন্ত খবর সালমান নিজে সুস্থ আছেন এবং তাঁর বাড়ির অন্যান্য সদস্যরাও সুস্থ আছেন।

বর্তমানে বিগ বিস ১৪-র শ্যুটিংয়ে ব্যস্ত সলমন খান। গোটা বিগ বস-কে একাই নিয়ে যান তিনি। তাঁর আচমকা এরকম দশার জন্য চিন্তিত বিগ বসের প্রযোজক। কীভাবে বিগ বসের শ্যুটিং চলবে এই নিয়ে বিড়ম্বনা তৈরি হয়েছে বি টাউনে। এদিকে প্রতিবছর সেলিম খানের বিবাহ বার্ষিকী প্রতিবছর ধূমধাম করেই পালিত হয়। \

১৮ নভেম্বর ছিল সালমান খানের মা সুশীলা চরক ওরফে সালমা খানের ও সেলিমের বিবাহবার্ষিকীর অনুষ্ঠান। সবকিছুই স্থগিত রেখেছেন খান পরিবার। কোভিডের আচমকা হানায় আপাতত সমস্ত অনুষ্ঠান থেকে বিরতি নিয়েছেন ভাইজান, যদিও কিছুদিন আগেই রাধের শ্যুটিং শেষ করেছেন অভিনেতা।