৫৭’এ পা দিয়েছেন বলিউডের ভাইজান। সোমবার রাতে অভিনেতার জন্মদিনের পার্টিতে বসেছিল তারকার হাট। উপস্থিত ছিলেন শাহরুখ খানের পাশাপাশি পূজা হেগড়ে, বোন অর্পিতা খান ও তার স্বামী আয়ুস শর্মা, পুলকিত সম্রাট, কৃতি খারবান্ডার মতো একাধিক তারকারা। উপস্থিত ছিলেন অভিনেতার প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানিও। সম্প্রতি গোটা সোশ্যাল মিডিয়ার পাতাতে সেই ঝলকই তুমুল ভাইরাল হয়েছে।
ইনস্টাগ্রামে ‘ভাইরাল ভয়ানী’র অফিসিয়াল পেজ থেকে ভাইজানের জন্মদিনের একাধিক ঝলক ভাইরাল হতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যা খুব স্বাভাবিকভাবেই নজর এড়িয়নি গোটা সোশ্যাল মিডিয়ার। সেই ঝলক দেখে নিঃসন্দেহে উচ্ছ্বসিত তার অগণিত ভক্তমহলও, তা অবশ্য ভাইরাল হওয়া ভিডিও ও ছবির কমেন্টবক্সে চোখ রাখলেই স্পষ্ট হবে। তবে এই মুহূর্তে ভাইজানের জন্মদিন উপলক্ষে অভিনেতার পাশাপাশি চর্চার আলোয় অভিনেতার প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানিও। উল্লেখ্য, বর্তমানে সালমান খানের বাড়ির যেকোন ছোট-বড় অনুষ্ঠানে দেখা মেলে তার। বহুদিনের বন্ধুত্ব তাদের। প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে একে অপরের খুব ভালো বন্ধু হিসেবেই রয়ে গিয়েছেন তারা।
উল্লেখ্য এদিন পার্টি শেষে ভাইজান নিজে সঙ্গীতা বিজলানিকে তার গাড়ি অবধি ছেড়ে দিয়ে এসেছেন। গাড়িতে ওঠার আগে সঙ্গীতাকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বনও করেছেন অভিনেতা। আর সেই ঝলক নজর এড়ায়নি পাপারাজিৎদের। পাশাপাশি ভাইজান অভিনেত্রী গাড়িতে ওঠার আগে দরজাও খুলতে যাচ্ছিলেন, তবে সম্ভবত সেখানে উপস্থিত তাদেরই কারোর একজন দেহরক্ষী আগে গিয়ে দরজা খুলে দেন আর সেই ঘটনায় সাময়িক সময়ের জন্য মেজাজ হারাতে দেখা গিয়েছিল অভিনেতাকে। সেই ঝলকও এই মুহূর্তে ভাইরাল গোটা সোশ্যাল মিডিয়ার পাতায়।
১৯৮৮ সালে ‘কাতিল’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে পা রেখেছিলেন সঙ্গীতা বিজলানি। খুব অল্পসময়ের মধ্যেই দর্শক মাঝে অভিনেত্রী হিসেবে পরিচিতি পেয়েছিলেন তিনি। ‘জুর্ম’ , ‘যুদ্ধ’ , ‘ত্রিদেব’ , ‘হাতিয়ার’ , ‘খুন কা কার্জ’এর মতো একাধিক হিট ছবিতে সফলতার সাথে অভিনয়ও করেছেন তিনি। ৯০’এর দশকে ভাইজানের সাথে চুটিয়ে প্রেমও করেছেন এই অভিনেত্রী। পরে অবশ্য স্বনামধন্য ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী। তবে ২০১০’ই একে অপরের থেকে বিচ্ছেদ নিয়ে নিয়েছেন তারা।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside