ভাইরাল & ভিডিও

(VIDEO) ‘আইল উমা বাড়িতে’ গানে সুন্দর সাঝে দুর্দান্ত নাচ এই যুবতীর, দেখুন ভিডিও

Advertisement

শরতের আবহে প্রতি বছর সন্তান-সন্ততিদের নিয়ে মায়ের কাছে আসেন মা দুর্গা। বাঙালির কাছে তিনি উমা, ঘরের মেয়ে। তাঁকে নিয়ে বঙ্গ সমাজের প্রাচীন সময় থেকে চলে আসছে লোকসঙ্গীত। উমাকে ঘরের মেয়ে হিসাবে গ্রহণ করেছে বাঙালি জাতি। ফলে ঘরের মেয়েকে নিয়ে বাঁধা গানগুলিও যথেষ্ট ঘরোয়া। ‘আইল উমা বাড়িতে’ এই পর্যায়ের অন্তর্ভুক্ত একটি গান। নৃত্যশিল্পী সম্পিতা প্রামাণিক (Sampita Pramanik) এই গানের সাথে ডান্স পারফরম্যান্স করে সেই ভিডিও আপলোড করেছেন তাঁর নিজের ইউটিউব চ্যানেলে। 2023 সালের 18 ই অক্টোবর এই ভিডিওটি পাবলিশ করেছেন সম্পিতা।

ডান্স ভিডিওটি সম্পিতা নিজেই কোরিওগ্রাফি করেছেন। এখনও অবধি এই ডান্স ভিডিওটির ভিউ অতিক্রম করেছে প্রায় আড়াই লক্ষের কাছাকাছি। সম্পিতার পরনে রয়েছে লাল পাড় সাদা শাড়ি। শাড়ির পাড় জুড়ে সোনালি জরির কারুকার্য। আটপৌরে ধরনে শাড়িটি পরেছেন সম্পিতা। এই শাড়ির সাথে তিনি টিম আপ করেছেন লাল রঙের পাফড স্লিভ ব্লাউজ। মাথার খোঁপা সাজিয়েছেন সাদা ফুলের মালায়। কপালে দুই ভ্রুর মাঝে রয়েছে ছোট লাল টিপ। গলায় রয়েছে সোনালি রঙের নেকপিস ও নেকলেস। দুই কানে রয়েছে সোনালি ইয়ারিং। দুই হাতে রয়েছে লাল-সোনালি চুড়ি। কোমরে রয়েছে সোনালি রঙের কোমরবন্ধ।

সবুজ মাঠের ধারে মেঠো রাস্তায় নাচ করছেন সম্পিতা। এই গানটি গেয়েছেন অন্তরা নন্দী (Antara Nandi) ও মনামী ঘোষ (Monami Ghosh)। গত বছর পুজোর সময় এই মিউজিক ভিডিওটি রিলিজ করেছিল। সম্পিতার নাচে রয়েছে বাংলা লোকনৃত্যের ছোঁয়া। গান জুড়ে রয়েছে শরতের প্রকৃতির বর্ণনা। উমা ওরফে গৌরীর আগমনে আকাশ-বাতাস আলোকিত হয়ে ওঠার আনন্দ এই গানের ছত্রে ছত্রে রয়েছে। গানটির পরিপূরক হয়ে উঠেছে সম্পিতার নাচ।

Related Articles

Back to top button