বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া মানুষের কাছে তাদের বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে। এখন অধিকাংশ মানুষই নিজেদের অবসরের বেশিরভাগ সময়টাই কাটান এই সোশ্যাল মিডিয়ায়। বিনোদন মাধ্যম হওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়া যেকোনো মানুষের প্রতিভাকে সকলের সামনে তুলে ধরার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মও বটে। এখন প্রায়ই সকলে নিজেদের প্রতিভাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের সামনে আনতে চান।
প্রতিদিন প্রতি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ভাইরাল হচ্ছে। কেউ নিজের নাচের, কেউ গানের, কেউবা আঁকার, আবার কেউ নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে চান এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। বর্তমান যুগের সোশ্যাল মিডিয়া মানে কোন একটি নির্দিষ্ট প্ল্যাটফর্ম নয়, এক্ষেত্রে মানুষের সামনে খোলা রয়েছে অনেকগুলো রাস্তা। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার ইত্যাদির মত একাধিক প্ল্যাটফর্ম রয়েছে মানুষের সামনে, যার মাধ্যমে তারা বিভিন্নভাবে নিজেদের প্রতিভাকে তুলে ধরতে সক্ষম হন তারা।
সাম্প্রতিক যুগে এই সোশ্যাল মিডিয়ার হাত ধরেই তরুণ প্রজন্মের অনেকেই নিজেদের প্রতিভাকে পৌঁছে দিতে পেরেছেন বহু মানুষের কাছে। নেটদুনিয়ার মাধ্যমে তাদের পরিচিতি এসেছে অনেকের মধ্যে। সম্প্রতি তেমনি এক তরুণ যুবতী মেয়ের বানানো রিল ভিডিও তুমুল ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
সম্প্রতি সঞ্চিতা বাসু (Sanchita Bashu) ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের হিট ছবি ‘ক্রান্তি’র জনপ্রিয় গান ‘দিল মে দার্দ সা জাগা হেয়’তে ইনস্টারিল বানিয়ে নেটিজেনদের একাংশের মধ্যে ভাইরাল হয়েছেন। রিল ভিডিওতে সঞ্চিতাকে সাদা ও কালোর কম্বিনেশনে একটি ঘাগ্রা চোলিতে দেখা গিয়েছে। খোলা চুলে ছিল বেল ফুলের মালা। ছবিতে এই গান উদিত নারায়ন ও অলকা ইয়াগ্নিকের কণ্ঠে শোনা গিয়েছিল। অন্যদিকে এই ছবিতে ববি দেওল ও আমিশা পাটেলের অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। এত বছর পর সেই গানে রিল ভিডিও বানিয়ে সঞ্চিতা নামের মেয়েটি নেটনাগরিকদের একাংশের মধ্যে প্রশংসিত হলেন।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside