Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Sandipta Sen: কালো জিন্স ও টপ পরে ইংলিশ গানে তুমুল নাচ সন্দীপ্তা, মুহূর্তে ভাইরাল ভিডিও

Updated :  Saturday, January 29, 2022 4:30 PM

বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন সন্দীপ্তা সেন। ইতিমধ্যেই একাধিক ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন সন্দীপ্তা। টেলি দুনিয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও জনপ্রিয়তার শিখরে থাকেন অভিনেত্রী। ছবি, ভিডিও ও ফটোশুট সোশ্যাল মিডিয়াতে আপলোড করে রীতিমতো নেট দুনিয়াতে শোরগোল ফেলে দেন টলিপাড়ার এই মিষ্টি কুইন। তাঁর সুন্দর মুখশ্রী এবং ছিপছিপে চেহারার ফ্যান অগুনতি মানুষ। এছাড়া অভিনেত্রী নাচ করতে অসম্ভব পছন্দ করেন। সম্প্রতি তাঁর নাচের একটি ভিডিও ইন্টারনেটের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে।

অভিনেত্রী সন্দীপ্তা সেন মাঝে মাঝেই তাঁর সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন নাচের ভিডিও পোস্ট করে থাকেন। সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে এবং তাতে দেখা গিয়েছে, সিঁড়ি বেয়ে সন্দীপ্তা নিচে নেমে আসছে। হঠাৎ করেই সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে নাচ করতে শুরু করে দিলেন তিনি। তাঁর পরনে রয়েছে কালো প্যান্ট এবং ফুলস্লিভ কালো টপ। তার সাথে শোভা পাচ্ছে কালো চশমা। সেইসাথে হালকা মেকআপ এবং খোলা চুলে পুরুষ নেটিজেনদের মন জয় করে নিয়েছেন তিনি।

আসলে অভিনেত্রী সন্দীপ্তা সেন হলিউড গায়ক Akon এর গাওয়া Bananza গানে নাচটি করেছেন। এই গানটি অনেক পুরনো হলেও, বর্তমানে রিল ভিডিওর জগতে এবার এটি ট্রেন্ডিং ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়ে উঠেছে। সেই ট্রেন্ডের জোয়ারে গা ভাসিয়েছেন অভিনেত্রীও। তাঁর অসম্ভব সুন্দর নাচের ধরণ এবং গানের সাথে তাল মিলিয়ে পারফেক্ট স্টেপ নেটিজেনদের মন জয় করে নিয়েছে। ভিডিওটি অভিনেত্রী ইনস্টাগ্রামে পোস্ট করতেই তা চোখের পলকে ব্যাপক ভাইরাল হয়ে গেছে।

ইতিমধ্যেই এই ভিডিওটিকে অগুনতি মানুষ দেখেছেন এবং ১২ হাজারের কাছাকাছি মানুষ লাইক দিয়েছেন। অনেকেই কমেন্ট করে বলেছেন “দারুন হয়েছে অভিনেত্রীর নাচ”, তো কেউ আবার কমেন্ট করে বলেছেন, “যতবার দেখছি ততবারই ভালো লাগছে।” ভিডিওটিকে অনেক মানুষ শেয়ারও করেছেন। এক কথায় সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে চলে এসেছে সন্দীপ্তা সেনের ওই রিল ভিডিও।