Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

হোটেলের রুমে তুমুল নাচ সন্দীপ্তার, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Updated :  Sunday, December 20, 2020 6:37 PM

কিছুদিন আগেই সোলো ট্রিপে বেড়াতে বেরিয়ে পড়েছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন।  এবার তিনি গিয়েছেন পাহাড়ে।  সেখানে কয়েকদিন টেন্টে ছিলেন সন্দীপ্তা। তারপর উঠেছেন স্থানীয় একটি নামী হোটেলে। সেই হোটেলের রুমে একটি ডান্স ভিডিও বানিয়ে ইন্সটাগ্রামে শেয়ার করেছেন সন্দীপ্তা। ‘সোনা মেরে সোনা’ গানে ব্ল‍্যাক হুডি পরে খোলা চুলে নেচেছেন সন্দীপ্তা।  সন্দীপ্তার এই ডান্স ভিডিওটি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনরা অনেকেই সন্দীপ্তাকে জানিয়েছেন, তাঁরা সন্দীপ্তার নতুন কাজের অপেক্ষায় রয়েছেন।

কিছুদিন আগেই  নিউটাউনের বিশ্ব বাংলা গেটের নিচে  জনপ্রিয় বলিউড ফিল্ম ‘দঙ্গল’-এর বিখ্যাত গান ‘ম্যায় জানু না’-এর সাথে এক্সপ্রেসিভ ভিডিও বানিয়ে ইন্সটাগ্রামে শেয়ার করেছিলেন সন্দীপ্তা ।  সন্দীপ্তা ইন্সটাগ্রামে এই ভিডিওয় শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে গিয়েছিল ।  সন্দীপ্তার মুখের  হাসি বলে দেয়, তিনি অনায়াসেই সমস্ত হার্ডল পেরিয়ে যেতে পারেন।

সন্দীপ্তা টেলিটাউনে কেরিয়ার শুরু করেছিলেন স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘দুর্গা’য় নামভূমিকায় অভিনয়ের মাধ্যমে।  এই সিরিয়ালে অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছিলেন সন্দীপ্তা। এই সিরিয়ালে সন্দীপ্তার অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছিল। এরপর সন্দীপ্তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি।  তাঁর হাতে পরপর  সিরিয়ালের অফার আসতে থাকে। একসময় টেলিভিশন কুইন হিসাবে পরিচিত হয়ে ওঠেন অভিনেত্রী সন্দীপ্তা সেন।

সন্দীপ্তার রিলেশনশিপ স্টেটাস নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে টেলি টাউনে।  কিছুদিন আগেই অভিনেতা রাহুলের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক তৈরী হয়েছে বলে জল্পনা শুরু হয়।  সেই সময় অভিনেতা রাহুলের সঙ্গে তাঁর স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা ডিভোর্স কেস চলছিল।  অনেকেই রাহুল-প্রিয়াঙ্কার ডিভোর্সের জন্য দায়ী করতে থাকেন সন্দীপ্তাকে। সেই সময় একই সিরিয়ালে অভিনয় করার সুবাদে রাহুল ও সন্দীপ্তার বন্ধুত্ব হয়েছিল।  কিন্তু বিতর্কের ফলে সিরিয়াল শেষ হওয়ার পর রাহুলের সঙ্গে যোগাযোগ রাখেননি সন্দীপ্তা।