Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Sandy Saha: নাসিফের ঠোঁটে ঠোঁট রেখে গভীর চুম্বন স্যান্ডির, কান্ডকারখানা দেখে অবাক নেটজনতা

Updated :  Tuesday, January 25, 2022 9:56 AM

আজকালকার দিনে সিংহভাগ মানুষ সোশ্যাল মিডিয়া কথাটির সাথে বেশ পরিচিত। গ্রাম থেকে শহর সকল মানুষ এখন ফেসবুক ইনস্টাগ্রাম ইত্যাদি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইটে অ্যাকাউন্ট খুলে নিয়েছে। যারা সোশ্যাল মিডিয়া দুনিয়ায় বিচরণ করেন তারা অবশ্যই স্যান্ডি সাহা নামটি শুনেছেন। স্যান্ডি সাহা হলেন একজন ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটার যিনি মাঝে মাঝেই ট্রেন্ডিং টপিক নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মজাদার ভিডিও পোস্ট করে থাকেন। স্যান্ডি সাহাকে চেনে না এমন মানুষ কলকাতাতে নেই বললেই চলে।

স্যান্ডি সাহা কখনও বাদাম কাকিমা সেজে, তো কখনও ইয়াশিকা সেজে সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে থাকেন। নিত্যদিন তাঁর নতুন নতুন অদ্ভুত কার্যকলাপ এবং ভিডিওতে তার উপস্থাপন, তাঁকে ট্রেন্ডিং তালিকায় রাখে। বাঙালি ইউটিউবারদের মধ্যে প্রথম সারিতেই রয়েছেন তিনি। কখনও কালবৈশাখী সেজে তো কখনো কৃষ্ণ সেজে রাস্তায় বেরিয়ে পড়েন তিনি। আবার কিছুদিন আগে নাইটি পরে ফাইভ স্টার হোটেলে গিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছিলেন তিনি। তবে সম্প্রতি স্যান্ডির নতুন কাণ্ডকারখানা অবাক করে দিয়েছে তাঁর সমস্ত অনুগামীদের।

সম্প্রতি স্যান্ডি সাহা তাঁর ফেসবুক প্রোফাইলের প্রোফাইল পিকচার বদল করেন। সেই ছবি দেখেই চক্ষু চড়কগাছ নেটিজেনদের। আসলে ছবিতে দেখা গিয়েছে স্যান্ডি সাহা এক যুবকের ঠোঁটে ঠোঁট রেখে গভীর চুম্বন করছেন। ওই যুবকটি বাংলার এক পরিচিত এবং জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নাসিফ আখতার। এই পোস্ট করতে না করতেই তা চোখের পলকে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা ছবিতে বিভিন্ন ধরনের কমেন্ট করতে শুরু করেন।

কেউ কেউ কমেন্ট করে বলেছেন, “নাসিফের সাথে কি এবার সন্তানের জন্ম দেবে স্যান্ডি? আর নাম কি হবে ন্যান্ডি?”। তো কেউ আবার কমেন্ট করে লিখেছেন, “নাসিফের সাথে তো ভালই প্রেম চলছে স্যান্ডির। সম্পর্কের পরিণতি কবে পাবে?”। কেউ কেউ নাসিফ স্যান্ডি জুটির ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার জন্য শুভকামনা জানিয়েছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়াতে হু হু করে ভাইরাল হচ্ছে নাসিফ স্যান্ডির ওই লিপলক কিসের ছবি।