বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত অভিনেত্রী সঙ্গীতা বিজলানি। ৬৩ বছর বয়সেও নিজের রূপ ও সৌন্দর্য মেনটেন করে রেখেছেন তিনি। একসময় সালমান খানের অন্যতম ঘনিষ্ঠ প্রেমিকা ছিলেন সঙ্গীতা বিজলানি। বর্তমানেও ভাইজানের ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের তালিকায় উপরের দিকেই রয়েছে তার নাম। তবে একসময়ে অভিনেত্রীকে দেখেই পছন্দ হয়ে গিয়েছিল মহম্মদ আজহারউদ্দিনের। পরবর্তীকালে তাদের বিবাহ হলেও বিচ্ছেদও ঘটে যায় বেশ কিছুবছর পরে।
খুব সম্প্রতি ‘ইনস্ট্যান্ট বলিউড’ থেকে সঙ্গীতা বিজলানির একটি ঝলক শেয়ার করে নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। এই ঝলকে অভিনেত্রীকে রীতিমতো বোল্ড লুকে দেখা গিয়েছে ক্যামেরার সামনে। খুব সম্ভবত কোন একটি পুরস্কার অনুষ্ঠানের সুত্রেই এত সুন্দর করে সেজে উঠেছিলেন অভিনেত্রী। ডিপ নেকলাইন কাটিং লং ড্রেসেই এদিন নিজের সাহসী লুক শেয়ার করেছিলেন সঙ্গীতা বিজলানি।
৬৩ বছর বয়সেও অভিনেত্রী নিজের সৌন্দর্যের জন্য নজর কেড়েছে সকলের। আপাতত, তাকে দেখার পর থেকেই নেটজনতার একাংশের মত, এই বয়সেও অভিনেত্রী টেক্কা দিতে পারেন বলিউডের একাধিক প্রথম সারির ডিভাকে। অভিনয় দুনিয়ায় খুব বেশি সক্রিয় না হলেও প্রায়ই চর্চায় থাকতে দেখা যায় সালমান খানের এই প্রাক্তন প্রেমিকাকে। সেখানে উপস্থিত অনেকেই তার রূপের প্রশংসা করেছিলেন, তার ঝলক অবশ্য রয়েছে সাম্প্রতিক এই ভাইরাল হওয়া ভিডিওতেই। অবশ্য তাদের প্রত্যেককেই হাসিমুখে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সঙ্গীতা বিজলানি। বলাই বাহুল্য, অভিনেত্রী এই মুহূর্তে নিজের এই অনুষ্ঠান লুক নিয়েই একাংশের মাঝে চর্চায় রয়েছেন।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside