Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Sania Mirza: শহীদ কাপুরের সঙ্গে জীবন কাটাতে চেয়েছিলেন সানিয়া মির্জা, করতে চেয়েছিলেন রণবীর কাপুরকে বিয়ে? জানুন আসল সত্যতা

Updated :  Sunday, November 13, 2022 8:13 AM

ভারতের তারকা টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা এবং পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিকের বিবাহ বিচ্ছেদ এক প্রকার নিশ্চিত। গোপন সূত্রের খবর, ডিভোর্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ইতিমধ্যে প্রস্তুত করে ফেলেছে তারকা এই জুটি। বর্তমানে সানিয়া মির্জার খোরপোষ নিয়ে আলোচনায় রয়েছে দুই পরিবার। মনে করা হচ্ছে, খুব শীঘ্রই অফিসিয়াল ভাবে তাদের ডিভোর্সের কথা ঘোষণা করবেন সানিয়া এবং শোয়েব। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০১০ সালে শোয়েব মালিক তার প্রথম স্ত্রী আয়েশাকে ডিভোর্স দিয়ে সানিয়া মির্জার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

Sania Mirza: শহীদ কাপুরের সঙ্গে জীবন কাটাতে চেয়েছিলেন সানিয়া মির্জা, করতে চেয়েছিলেন রণবীর কাপুরকে বিয়ে? জানুন আসল সত্যতা

বর্তমানে এই জুটির একটি ছেলে সন্তান রয়েছে। মিডিয়ার মান্যতা অনুযায়ী, বর্তমানে শোয়েব মালিক এবং সানিয়া মির্জা আলাদাভাবে বসবাস করছেন। সানিয়া মির্জা দুবাইয়ে স্বামীর ঘর ত্যাগ করেছেন বলেও জানা গেছে। আসলে শোয়েব মালিকের সঙ্গে এক পাকিস্তানি মডেলের সম্পর্কের কথা সামনে আসতেই তাদের দুজনের মধ্যে ডিভোর্স প্রসঙ্গ নিয়ে জল্পনা শুরু হয়। মনে করা হচ্ছে, খুব শীঘ্রই আলাদাভাবে জীবন-নির্ভর করতে দেখা যাবে সানিয়া মির্জা এবং শোয়েব মালিককে।

Sania Mirza: শহীদ কাপুরের সঙ্গে জীবন কাটাতে চেয়েছিলেন সানিয়া মির্জা, করতে চেয়েছিলেন রণবীর কাপুরকে বিয়ে? জানুন আসল সত্যতা

তবে সানিয়া মির্জার প্রথম প্রেমিক ছিলেন না শোয়েব মালিক। এক সময় বলিউড অভিনেতা শহিদ কাপুরের সাথে নাম জড়িয়েছিল এই টেনিস তারকার। ভারতীয় টিভি অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এ সানিয়াকে করন জিজ্ঞাসা করেছিলেন, ‘এটা কীভাবে সম্ভব যে হিন্দি ছবির নায়করা কখনো আপনাকে প্রপোজ করেনি?’ যার উত্তরে সানিয়া বলেছিলেন, ‘আমার সঙ্গে এমন কখনও হয়নি’। তারপর করণ বলেছিলেন, ‘তোমার এবং শাহিদকে নিয়ে এক সময় সোশ্যাল মিডিয়ায় আলোচনা হয়েছিল। তার মধ্যে কি কোনো সত্যতা ছিল? এ প্রসঙ্গে সানিয়া বলেন, ‘আমার মনে নেই, অনেক দিন আগের কথা। তবে আমার যতদূর মনে পড়ে এমনটা কিছু ঘটেনি।

সেই সময় সানিয়া মির্জার এমন উত্তরে শহীদ কাপুরের সাথে তার সম্পর্ক নিয়ে আরও উত্তেজনা বেড়েছিল সোশ্যাল মিডিয়ায়। ওই শো-তে করণ জোহর সানিয়াকে আরও জিজ্ঞাসা করেছিলেন যে, রণবীর কাপুর, রণবীর সিং এবং শহিদ কাপুরের মধ্যে তিনি কার সাথে বিয়ে করতে, হুকআপ করতে এবং হত্যা করতে চান? তাই এই বিষয়ে সানিয়া বলেন যে, তিনি রণবীরের সাথে সম্পর্ক, রণবীর কাপুরকে বিয়ে এবং শহীদ কাপুরকে হত্যা করতে চান।