Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘দিল বেচারা’র ২ মাস পার, সুশান্তের স্মৃতিতে আবেগঘন পোস্ট সঞ্জনার

Updated :  Sunday, September 27, 2020 10:44 PM

সেপ্টেম্বরের ২৪ শে জুলাই প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ‘দিল বেচারা’ (Dil Bechara) ছবিটির প্রিমিয়ার প্রকাশ পায়। চলচ্চিত্রের প্রধান অভিনেত্রী সঞ্জনা সংঘী (Sanjana Sanghi) SSR-এর প্রেমময় স্মৃতিতে একটি পোস্ট শেয়ার করেন। যেখানে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, দিল বেচারার দুই মাস সম্পূর্ণ হল। আপনারা আমাদের অনন্ত ভালবাসার একটি জীবনকাল দান করেছেন ২ মাস। সুশান্তের স্মৃতিকে টাটকা রেখে আরও একবার পোস্ট করলেন দিল বেচারা মুভির প্রিমিয়ার। ভেসে উঠল সুশান্তের সেই হাসি মাখা মুখ, শব্দ, কথা, অভিনয় সবকিছু।

সঞ্জনা সংঘী ২০১১ র ‘রকস্টার’ (Rockstar) দিয়ে যাত্রা শুরু করলেও দিল বেচারা মুভিতে লিড রোল পেয়েছিলেন অভিনেত্রী। কিন্তু ভাগ্যের ফেরে সেই সিনেমার প্রধান অভিনেতার অকাল মৃত্যুতে শোকে ব্যাকুল গোটা দেশ। সেইজন্য, অভিনেত্রী সুশান্ত স্মরণে আরও একবার পোস্ট করলেন দিল বেচারা মুভির ট্রেলার।