Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ক্যানসারকে পিছনে রেখে নয়া ছন্দে সঞ্জয় দত্ত, চলছে নতুন ফিল্মের শ্যুটিং

Updated :  Saturday, October 17, 2020 4:27 PM

রঙিন দুনিয়া, রঙিন পর্দা একদম নেশার মত। আর তাই ক্যান্সারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ঝাঁ চকচকে সিনে দুনিয়ায় আবারও পা রাখলেন সঞ্জয় দত্ত। ক্যানসারের কারণে সিনেমা জগত থেকে নিজেকে দূরে রেখেছিলেন ঠিকই, চিকিতসার জন্য আমেরিকার ভিসা বানিয়েছিলেন এবং দুবাই গিয়ে মেয়ের সঙ্গে দেখা করেও এসেছেন। অগস্ট মাসে সঞ্জয়ের ক্যানসার ধরা পড়ে। জানা যায় তৃতীয় পর্যায় বা থার্ড স্টেজে পৌঁছে গিয়েছে তাঁর ক্যানসার। এরপর দ্রুতগতিতে শুরু হয় চিকিৎসা। কিছুটা স্বস্তি মিলতেই ফের অভিনয়ে ফেরেন মুন্নাভাই। ‘শামসেরা’ ছবির জন্য তিনি ডাবিং-এর কাজ শুরু করে দেন, অন্যদিকে ‘কেজিএফ’-এর জন্যও প্রস্তুতি শুরু করেছেন অভিনেতা।

KGF-২ 2 র শ্যুটিং শুরুর আগে নিজেকে একদম সাজিয়ে গুছিয়ে নেন সঞ্জয়। হেয়ার স্টাইলিশ কে দিয়ে নতুন ভাবে নিজেকে সাজিয় নেন অভিনেতা।

ক্যানসারকে পিছনে রেখে নয়া ছন্দে সঞ্জয় দত্ত, চলছে নতুন ফিল্মের শ্যুটিং

“ক্যানসারকে হারিয়ে ফিরে আসব,” এটাই ছিল সঞ্জয় দত্তের মূল সুর।

ক্যানসারকে পিছনে রেখে নয়া ছন্দে সঞ্জয় দত্ত, চলছে নতুন ফিল্মের শ্যুটিং

KGF-2 তে অধীরার চরিত্রে অভিনয় করছেন সঞ্জয় দত্ত।

ক্যানসারকে পিছনে রেখে নয়া ছন্দে সঞ্জয় দত্ত, চলছে নতুন ফিল্মের শ্যুটিং

সত্যি, এতদিন পর কাজে ফিরতে পেরে উচ্ছ্বসিত ‘মুন্নাভাই’।