আজকালকার দিনে সোশ্যাল মিডিয়া ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। আসলে ডিজিটাল দুনিয়াতে আট থেকে আশি সকলের কাছেই একদিকে যেমন মোবাইল ফোন রয়েছে ঠিক অন্যদিকে সকলেই ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে থাকে। এখন বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। বিভিন্ন ধরনের ভিডিও বা ছবি মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ভাইরাল হয়। এমনকি আজকাল তো অনেকেই সোশ্যাল মিডিয়ার দৌলতে বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করে থাকেন। যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন তারা অবশ্যই স্বপ্না চৌধুরীর নামটা শুনেছেন।
আজকের ইন্ডাস্ট্রি সম্বন্ধে অবগত সকলেই স্বপ্না চৌধুরীর নাম অবশ্যই জানেন। সে তাঁর দেশি স্টাইলে ঠুমকা দিয়ে লাখ লাখ নেটিজেনের মন জয় করে নিয়েছে। গোটা ভারতের মধ্যে সিংহভাগ পুরুষ নেটিজেন এই স্বপ্না চৌধুরীর ফ্যান। তার একটি নতুন ভিডিও সম্প্রতি জনপ্রিয়তা পেয়েছে instagram প্লাটফর্মে। তার এই নাচের ভিডিওতে তিনি হলুদ রংয়ের একটি শাড়ি পরে রয়েছেন এবং
এটি হল একটি রিল ভিডিও। সুন্দর একটি গার্ডেনের মধ্যে হলুদ রঙের শাড়ি পরে সবুজ ঘাসের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন স্বপ্না চৌধুরী। আর তার সাথেই পিছনে বাজছে সোনু নিগমের গাওয়া হিন্দি গান। এই ভিডিওতে তাকে দেখা যাচ্ছে আখিও সে গোলী মারে গানের সাথে নাচ করতে।
এই ভিডিওতে তার স্টাইলের সবাই প্রশংসা করেছেন। তার সাথেই তার এই ভিডিওটি অনেকেই দেখেছেন বেশ মন দিয়ে। অনেকে স্বপ্নাকে বলেছেন তার এবারে সিনেমায় একবার চেষ্টা করা উচিত। তিনি সিনেমাতে গেলে ভালো করবেন বলেই অনেকের ধারণা। অনেকেই তাকে বলেছেন তার এই নাচের স্টাইল নিয়ে আরো এগিয়ে যেতে। যদিও এই ধরনের নাচ স্বপ্না চৌধুরী খুব একটা বেশি করেন না। তার মূল জনপ্রিয়তা হল হরিয়ানভি গান এবং নাচ থেকেই। তবে এই ভিডিওটা এই কথাটা প্রমাণ করে দেয়, তিনি কিন্তু শুধুমাত্র যে ভোজপুরি কিংবা হরিয়ানার মধ্যে সীমাবদ্ধ সেরকম না, চাইলে তিনি বলিউডেও নিজের ভাগ্য পরীক্ষা করতে পারেন।
View this post on Instagram