Sapna Chaudhary Video: সবুজ-কালো সালোয়ারে স্বপ্না চৌধুরীর দুর্দান্ত নাচ, মন জয় করলো পুরো হরিয়ানা

হরিয়ানায় ডান্স কালচার যদি কেউ জনপ্রিয় করে থাকেন তাহলে তিনি হলেন স্বপ্না চৌধুরী। খুব সহজেই জনগণের মনে তিনি একটা দারুন প্রভাব ফেলেছেন নিজের। এখনকার দিনে তার নাচ সকলে বেশ উপভোগ…

Avatar

হরিয়ানায় ডান্স কালচার যদি কেউ জনপ্রিয় করে থাকেন তাহলে তিনি হলেন স্বপ্না চৌধুরী। খুব সহজেই জনগণের মনে তিনি একটা দারুন প্রভাব ফেলেছেন নিজের। এখনকার দিনে তার নাচ সকলে বেশ উপভোগ করে থাকেন। ছোট থেকে বড় সবাই স্বপ্না চৌধুরীর ডান্স পারফর্মেন্স একসাথে দেখেন। আগে শুধুমাত্র গ্রামের মঞ্চে ভাইরাল হলেও এখন কিন্তু ইনস্টাগ্রামেও তিনি একইভাবে জনপ্রিয়তা পেতে শুরু করেছেন নিজের দুরন্ত স্টাইলের কারণে এবং নাচের জাদুর কারণে। সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি তার একটি নতুন নাচের ভিডিও হয়েছে ভাইরাল।

লুট লিয়া হরিয়ানায় দারুন নাচলেন স্বপ্না

স্বপ্না চৌধুরীর একটি নতুন ভিডিও সম্প্রতি ইনস্টাগ্রাম এর দুনিয়ায় ভাইরাল হয়েছে যেখানে তাকে দেখার কি আছে জনপ্রিয় হরিয়ানভি গান লুট লিয়া হরিয়ানা গানের সঙ্গে তিনি নাচ করছেন। এই গানের ভিডিওটি সম্প্রতি ইনস্টাগ্রামের ভাইরাল হয়েছে এবং সেই সঙ্গেই বিভিন্ন মিডিয়া প্লাটফর্মে ছড়িয়ে পড়েছে। সবুজ কালো রঙ্গের কম্বিনেশন এর সালোয়ার কামিজ পরে তাকে দুরন্ত নাচ করতে দেখা গিয়েছে সকলের সামনেই।

মানুষজনের কি মতামত

এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন একটি পাড়ার অনুষ্ঠানে এই নাচ করেছেন স্বপ্না চৌধুরী। এই নাচের ভিডিও বর্তমানে ইন্টারনেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। বহু মানুষজন এই নাচ পছন্দ করেছেন এবং নিজেদের প্রিয়জনের কাছে শেয়ার করেছেন এই নাচের ভিডিও। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতেও এই নাচ নিয়ে চর্চা শুরু হয়েছে ব্যাপকভাবে। আপনি যদি এখনো এই নাচের ভিডিও না দেখে থাকেন তাহলে দেখে নিন এক্ষুনি।

 

View this post on Instagram

 

A post shared by BHUPENDRA MARWADI (@isapnachoudhary)