Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

গোলাপি রঙের টাইট সালোয়ার-কামিজে উদ্দাম নাচ স্বপ্না চৌধুরীর, দেখুন

Updated :  Sunday, January 14, 2024 10:53 AM

স্বপ্না চৌধুরী (Sapna Choudhary) কোনোদিনই ভাবেননি, তিনি রাগনী তথা হরিয়ানভি নৃত্যশিল্পীর পেশায় আসবেন। সপনার পরিবারের আর্থিক অবস্থা কোনোদিনই সচ্ছল ছিল না। তাঁর বাবা ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। কিন্তু সপনার বাবা আচমকাই অসুস্থ হয়ে পড়েন। প‍্যারালাইসিসের কারণে শয্যাশায়ী হয়ে পড়েন তিনি। স্কুলের ফি দিতে না পারার কারণে পড়াশোনা ছেড়ে দিতে হয়ে সপনাকে। পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে সপনা আসেন রাগনীর মঞ্চে। একসময় অত্যন্ত কম টাকার বিনিময়ে খোলা মঞ্চে নাচ করতেন সপনা। কিন্তু কালার্স চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এ অংশগ্রহণের কারণে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।

বর্তমানে সপনার হাত ধরে হরিয়ানভি তথা রাগনী নৃত্যশৈলী শুধুমাত্র দেশে নয়, বিদেশেও বিখ্যাত হয়ে উঠেছে। সপনার পারিশ্রমিক বেড়েছে। দেশে-বিদেশে শো করেন তিনি। বলিউডে আইটেম ডান্সার হওয়ার চেষ্টা করলেও তাতে সফল হননি স্বপ্না। তবে আঞ্চলিক স্তরে একাধিক মিউজিক ভিডিওয় অভিনয় করেছেন তিনি। বিশ্বজিৎ চৌধুরী (Biswajit Choudhary)-র মিউজিক ভিডিও ‘গজবাঁ’-য় অভিনয় করেছিলেন স্বপ্না। 2019 সালে জয়পুরের একটি অনুষ্ঠানে তিনি এই গানের সাথে স্টেজ পারফরম্যান্স করে নজর কেড়ে নেন। ভিডিওটি তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে স্বপ্নার পরনে রয়েছে গোলাপি রঙের থ্রি-কোয়ার্টার স্লিভ পাতিয়ালা সালোয়ার-কামিজ ও ওড়না। কামিজের নেকলাইন ও নিচের অংশে রয়েছে সোনালি জরির কারুকার্য। ডান্স ভিডিওর শুরুতে স্বপ্নাকে দেখা যায় ঘোমটায় মুখ আবৃত করে নাচ করতে। নিপুণ দক্ষতায় রাগনীর ঠুমকা লাগান তিনি। স্বপ্নার সারা শরীরে ফুটে ওঠে নাচের এক্সপ্রেশন। এরপর মুখ থেকে ঘোমটার আবরণ সরিয়ে দেন স্বপ্না। সপনার ভিডিও জুড়ে শুধুই রয়েছে রাগনী নৃত্যশৈলী। নেই কোনো অশালীনতা। এখনও অবধি এই ডান্স ভিডিওটির ভিউ অতিক্রম করেছে তের লক্ষের কিছু বেশি।