Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Sapna Dance: ব্যাকলেস স্যুট পরে দমদার নাচলেন স্বপ্না চৌধুরী, শিল্পীর নাচ দেখলে শরীরে কারেন্ট লাগবে

Updated :  Tuesday, November 21, 2023 8:23 PM

এককথায় স্বপ্না চৌধুরী হলেন যথেষ্ট সুন্দরী ও প্রতিভাবান নৃত্যশিল্পী। হরিয়ানার শিল্পীদের মধ্যে অন্যতম সফল নিদর্শন যদি কেউ হয়ে থাকে তবে তিনি হলেন স্বপ্না। তাঁর রূপ, পোশাক, সাজগোজ ও পারফরম্যান্স সবই জবরদস্ত। এই কারণেই তিনি যখনই স্টেজে ওঠেন সেই শো হয়ে যায় ম্যাজিকের মতন দমদার।

স্বপ্না এতটাই জনপ্রিয় নৃত্যশিল্পী যে প্রায়দিনই তার ডাক আসে বিভিন্ন স্টেজ শোয়ের জন্য। আর স্বপ্নার শো মানেই সেটা হবে মশলাদার, ক্লাসি ও সুপার হিট। সম্প্রতি, স্বপ্না একটি শো করেন যেটা এখন রীতিমত ভাইরাল। ২০২২ এর হরিয়ানভি মিউজিক ‘মিনিস্টার’ এর গানে পারফর্ম করেন স্বপ্না।

ভিডিওতে দেখা যাচ্ছে স্বপ্নার পরনে রয়েছে একটি অফ হোয়াইট সালোয়ার স্যুট, ব্যাকলেস স্যুট, লম্বা বিনুনি আর মানানসই মেকআপ। সবমিলিয়ে স্বপ্নার ড্রেস দর্শকদের দারুন পছন্দ, পাশাপাশি স্বপ্নার পারফরম্যান্স তাদের আরো উত্তেজিত করেছে। এই সব কারণের জন্যেই ভিডিওটি এখন ভাইরাল।

লাইভ, স্টেজ-শো থেকে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম সব জায়গায় দাপিয়ে রাজ করছেন স্বপ্না চৌধুরী (Sapna Choudhary)। বারবার তিনি তার পারফরম্যান্সের জাদুতে কাবু করে দেন স্টেজে উপস্থিত দর্শকদের এবং সোশ্যাল মিডিয়ার দর্শকদের। প্রতিবার তিনি তার পারফরম্যান্স দেখিয়ে বুঁদ করে রেখেছেন অনুরাগীদের। এই হারিয়ানভি নর্তকী স্টেজে পারফর্ম করতে উঠলে মানুষ যেমন হুঁশ হারায়, তেমনই ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মে স্বপ্নার নাচের ক্যারিশমা দেখে দর্শকদের উত্তেজনার পারদ বেড়ে যায়। চলুন দেরি না করে দেখে নিই স্বপ্নার নতুন নাচটি।