Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Sara-Shubman: কোন সারায় মজেছেন শুভমান গিল! লাখ টাকার প্রশ্ন এখন সেটাই

Updated :  Friday, October 14, 2022 7:39 PM

বলিউডের সাথে ক্রিকেট জগতের সংযোগ বহুদিনের। প্রায়ই বলি ডিভাদের সাথে নাম জড়ায় ভারতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটারদের। মিডিয়ার কাছে এটি অন্যতম চর্চার বিষয়বস্তু, একথা অবশ্য আলাদা ভাবে উল্লেখ করা নিষ্প্রয়োজন। পুনরায় সেই বিষয়ের উপর ভিত্তি করেই মিডিয়ার চর্চার আলোয় সারা আলি খান ও শুভমান গিল। সোশ্যাল মিডিয়ার পাতায় সাম্প্রতিক ভাইরাল হওয়া একটি ভিডিওর সূত্র ধরেই আপাতত চর্চায় তারা।

সম্প্রতি টুইটারের পাতায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে সারা আলি খান ও শুভমান গিলকে একই সাথে দেখা গিয়েছে। ‘দিকশা’ নামের টুইটার প্রোফাইল থেকেই সাম্প্রতিক ভাইরাল হওয়া এই ভিডিওটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ার পাতায়, যার সূত্র ধরেই এই মুহূর্তে মিডিয়াতে তাদের প্রেমের গুঞ্জন তুঙ্গে।

ভাইরাল হওয়া ভিডিওতে একটি হোটেল প্রমিসেস থেকে দুজনকেই বেরোতে দেখা গিয়েছে, তবে আলাদা আলাদাভাবে। এই ভিডিওটি শেয়ার করে উল্লেখ্য প্রোফাইলের তরফ থেকে লিখে জানানো হয়েছিল, সারা আলি খানের সাথে তিনি সম্ভবত শুভমান গিল। তবে সে বিষয়ে তিনি নিশ্চিত নয় বলেই পরিষ্কারভাবে জানিয়েছেন। নেটনাগরিকদের একাংশ অবশ্য তাকে নিশ্চিতভাবে শুভমান গিল হিসেবেই ইঙ্গিত করেছেন। আবার কেউ মজার ছলে লিখেছেন, সারা আলি খান আগে মাঠে শুভমানের খেলা দেখতে যাক, তবেই তাদের প্রেমের গুঞ্জন সত্যি প্রমাণিত হবে। আপাতত এই বিষয় নিয়েই সরগরম রয়েছে মিডিয়ায়মহল।

উল্লেখ্য, সম্প্রতি এও শোনা গিয়েছে, বিমানবন্দরের পাশাপাশি বিমানেও তার পাশে যে ছেলেটিকে দেখা গিয়েছে তাকে অনেকটাই শুভমান গিলের মতো দেখতে। পাশাপাশি বিমানবন্দরে পাপারাজিৎদের ক্যামেরাতেও সম্ভবত ধরা দিয়েছেন তিনি। তবে এত কিছুর পরেও নিশ্চিতভাবে কোন কিছুই বলা সম্ভব হচ্ছে না।

গত আগস্ট মাসে সারা আলি খানের সাথে শুভমান গিলের প্রেমের গুঞ্জন প্রথম প্রকাশ্যে এসেছিল মিডিয়াতে। তবে এই প্রসঙ্গে কখনোই প্রকাশ্যে কোন মন্তব্য করতে শোনা যায়নি তাদের। পাশাপাশি শচীন কন্যা সারা টেন্ডুলকারের সাথেও নাম জড়িয়ে ছিল শুভমান গিলের। তাদের প্রেমের গুঞ্জন নিয়েও চর্চা শোনা গিয়েছিল। তবে সেই নিয়ে কোন পরিষ্কার ধারণা পাওয়া যায়নি। আপাতত এখন সকলের একটাই প্রশ্ন, আসলে এই ক্রিকেট তারকা কোন সারার প্রেমে মজেছেন? এখন সেই উত্তরই খুঁজে চলেছেন সকলে।